promotional_ad

বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনি। এবার নবাগত দল উগান্ডাকেও কাঁপুনি ধরিয়ে দিয়েছিল দলটি। যদিও পারল না পাপুয়া নিউগিনি। আরও একবার লড়াই করে হেরে গেছে দলটি। আর পাপুয়া নিউগিনির দ্বিতীয় হারের দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিলো উগান্ডা।


'সি' গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার আগে ব্যাটিং করে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। রান তাড়ায় ভালো করেনি উগান্ডাও। একপর্যায়ে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। পরে দেখেশুনে খেলে ১০ বল বাকি থাকতে জয় তুলে নেয় ব্রায়ান মাসাবার নেতৃত্বাধীন দল।


এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫ উইকেটে হারের পর উগান্ডার বিপক্ষে ৩ উইকেটে হেরেছে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি। অল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও শুরু থেকে চাপে থাকে উগান্ডা। ৬.৩ ওভারের মধ্যে পাঁচজন ব্যাটারকে হারায় হারা। তারপর ষষ্ঠ উইকেটে মহাগুরুত্বপূর্ণ ৪৫ রানের জুটি গড়েন সহ-অধিনায়ক রিয়াজাত আলি শাহ ও জুমা মিয়াজি।


promotional_ad

এই জুটি ভাঙে রানআউটে। ১৬ বলে ১৩ রান করে ফিরে যান মিয়াজি। এরপর দলকে জয়ের আরও কাছে নিয়ে যান রিয়াজাত। ইনিংসের ১৮তম ওভারে তিনি যখন বিদায় নেন তখন জয় থেকে মাত্র তিন রান দূরে উগান্ডা।


ঐতিহাসিক জয় এনে দিতে ৫৬ বলে ৩৩ রান করেন রিয়াজাত। স্ট্রাইক রেট ছিল ৫৮.৯২, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ৩০ রান করা অথবা ৪০ বল খেলা সবচেয়ে ধীর ইনিংস। এমন ইনিংসে অবশ্য ম্যাচসেরাও হন রিয়াজাত।


তিনি ফিরলে বাকি কাজ সারেন কেনেথ ওয়াইসওয়া। ১৬ বলে ৭ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে অধিনায়ক মাসাবা শূন্য রানে অপরাজিত ছিলেন। বল হাতে ম্যাচ জিততে আপ্রাণ চেষ্টা করে পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন আলেয় নাও এবং নরমান ভানুয়া।


এদিকে প্রথম ইনিংসে ৪৩ বছর বয়সী স্পিনার ফ্রাঙ্ক সুবুগা ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ২ উইকেট, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে কোনো বোলারের সবচেয়ে কম রান দেয়ার বিশ্বরেকর্ড। উগান্ডার এই বোলার এই বিশ্বকাপের সবচেয়ে বয়সী ক্রিকেটার।


এমনকি বল হাতে দুটি মেইডেন ওভারও দেন বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ এই ক্রিকেটার। এ ছাড়া উগান্ডার হয়ে বল হাতে দুই উইকেট নেন আলপেশ রমজানি, কসমাস কেউতা ও মিয়াজি। পাপুয়া নিউগিনির হয়ে তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। হিরি হিরি করেন দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান। ১২ রান করে করেন লেগা সিয়াকা ও কিলপিন ডোরিগা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball