বিশ্বকাপ জেতার চেয়ে মর্যাদাপূর্ণ কিছু নেই: রোহিত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট ইতিহাসের মাত্র দুজন ক্রিকেটার এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলেছেন। একজন সাকিব আল হাসান, অন্যজন রোহিত শর্মা। যদিও এমন রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না ভারতীয় অধিনায়ক রোহিত।
তিনি জানিয়েছেন এমন রেকর্ড তার জন্য নতুন কিছু না। তিনি বিশ্বকাপের স্বপ্নে বিভোর হয়ে আছেন। এবারও বিশ্বকাপ শিরোপা জয়ের জন্যই খেলবেন বলে জানালেন ভারতীয় এই ওপেনার। বিশ্বকাপ জেতার মতো গর্বের আর কিছু নেই বলে দাবি রোহিতের।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে কখনো চিন্তাই করিনি। তবে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ভালো লাগছে। আমি এটির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আপনি যখন আইসিসি টুর্নামেন্টে আসেন, এটা সবসময়ই উত্তেজনাপূর্ণ এবং অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনাকে আসতে হয়।’

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। সেই দলে ছিলেন রোহিতও। তবে অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত আর কোনো বৈশ্বিক আসরের শিরোপা জিততে পারেননি। এবার সেই আক্ষেপ ঘুচাতে চান ভারতীয় দলপতি।
তার ভাষ্য, ‘দেখুন, বিশ্বকাপ জেতা সবসময়ই স্বপ্ন। বিশ্বকাপ জেতা সবচেয়ে মর্যাদাপূর্ণ জিনিস; আপনি এখন পর্যন্ত যা করেছেন। আমি যে সমস্ত বিশ্বকাপ খেলেছি তাতে আমার কাছে কোনো কিছুই নতুন নয়। আমি সবসময় জিততে চেয়েছিলাম এবং আমি এখনও সে দিকে তাকিয়েই খেলা চালিয়ে যাবো।’
জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিয়ে যেতে চান রোহিত। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু রেখে যেতে চান যেন তারা সেই পদচিহ্ন অনুসরণ করে সামনে এগোতে পারে। ধারণা করা হচ্ছে এটাই রোহিতের শেষ বিশ্বকাপ। ফলে শেষের আগে নিজেকে আরও অনন্য পর্যায়ে নিয়ে যেতে চান তিনি।
রোহিত বলেছেন, ‘জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা। তাই আমি মনে করি, এমন কিছু রেখে যেতে চাই, পরবর্তী প্রজন্মের যা একটি চিহ্ন হয়ে থাকবে। তারা আমাদের অনুসরণ করতে চলবে, আমরা যেভাবে খেলি এবং মাঠে নিজেদেরকে নিয়ে যাই।’
ভারতীয় অধিনায়ক আরও যোগ করেছেন, ‘আমি মনে করি, আপনি যে চেষ্টা করছেন, এই সময়ে এটিই গুরুত্বপূর্ণ। বর্তমান মুহুর্তটি উপভোগ করুন। বাকিটা সর্বশক্তিমানের উপর ছেড়ে দিন। কারণ আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে, আপনি যা করতে পারেন, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার কাজের নীতিতে আন্তরিক হন। খেলাধুলার প্রতি একাগ্র হন। আমি মনে করি, আমি যদি এই সমস্ত কিছু করতে পারি তবেই কেবল সবকিছু পরিপূর্ণ হবে।’