স্টার্ক-কামিন্সদের নাম নিয়ে ভাবতে চায় না ওমান

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোটো দলগুলোর দিকে সবার চোখ। কারণ প্রত্যেক দলই অঘটন ঘটানোর অপেক্ষায় আছে। ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের প্রথম ম্যাচে প্রায় কাঁপিয়ে দিয়েছিল পাপুয়া নিউগিনির মতো দল। এ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে যুক্তরাষ্ট্র।
এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দেখাতে চায় ওমান। কাগজে কলমে অস্ট্রেলিয়ার ধারে কাছেও নেই ওমান। তবে এই ম্যাচে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চায় দলটি। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের একই বিন্দুতে দেখছেন ওমান অধিনায়ক আকিব ইলিয়াস।

ম্যাচের আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, 'প্রথমত এটি বড় বিষয়, বিশ্বকাপের মূল পর্বে খেলা, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা। তো এটি ভালো অভিজ্ঞতা। এই যে বড় নাম বা বড় ব্যাপার, এসব মাঠের বাইরের বিষয়। মাঠে নামার পর কোনো বড় নাম নেই। মাঠে নিজের চেয়ে বড় কেউ নেই। তো এটি আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা এটি ভাবছি না বিশেষ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।'
অস্ট্রেলিয়া দলে আছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের মতো তারকারা। তাদেরকেই মোকাবেলা করতে হবে ওমানের ব্যাটারদের। আর দলটির বোলারদের মোকাবেলা করবেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডরা। তবে এই তারকাদের নিয়ে মাথা ঘামাতে চান না তিনি।
আকিব আরও বলেছেন, 'নিজেদের মধ্যে অনেক কথা হয়েছে আমাদের। সব কিছু ইতিবাচক রাখছি আমরা। আমার গিয়ে জনে জনে বলার কিছু নেই যে, তারা (মিচেল) স্টার্কের বল খেলবে। বিশ্বের সেরা বোলারের বিপক্ষে খেলার আগে এটা এমনিই যে কারও মাথায় চলে আসে। এটি আরও জেঁকে বসবে যদি অধিনায়ক হয়ে আমিও বারবার বলতে থাকি। তাই আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও ইতিবাচক থাকছি।'
অস্ট্রেলিয়ার প্লেয়ারদের নিয়ে আলোচনা না করার জন্য নির্দেশনা দিয়েছে ওমান দলের কোচও। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে খেলাকেই বড় অর্জন মনে করছেন আকিব। অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐতিহ্যের প্রতি সম্মান আছেন ওমান অধিনায়কের। তাদের 'বিশ্ব চ্যাম্পিয়ন' বলেও আখ্যা দিয়েছেন তিনি।
আকিব বলেন, 'কোচ বলেছেন, আমরা তাদের নামই নেব না। আমরা শুধু একটা দলের বিপক্ষে খেলব। যারা এখন একই পর্যায়ে আছে, যেখানে আমরা আছি। কারণ আমরাও বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। তারাও বিশ্বকাপ খেলছে। তারা হয়তো ট্রফির দাবিদার। তবে এটি তেমন পার্থক্য গড়ে না। অতীতে তারা যা অর্জন করেছে, আমরা অবশ্যই তাদের সম্মান করি। এজন্য তাদের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়।'