আমরা জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে: তাসকিন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে করছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সহ-অধিনায়ক জানান, নিজেদের উন্নতি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন তারা।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে যায় বাংলাদেশ। যদিও এই আসরটির শুরুর আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা। তারপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও ৬০ রানে হারে লাল-সবুজের দল।
এতো কিছু পরও একটি জয়ই সবকিছু বদলে দেবে বলে বিশ্বাস করছেন তাসকিন। এদিকে যুক্তরাষ্ট্রে গত ১৯ দিনের মধ্যে মাত্র পাঁচদিন অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন না দলটির ৯০-৯৫ ভাগ ক্রিকেটার। সেটার কারণও জানিয়েছেন তাসকিন।
তিনি বলেন, 'শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।'

তাসকিন আরও বলেন, 'কিন্তু আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'
এদিকে জিম্বাবুয়ে সিরিজে তাসকিনের চোট পাওয়াটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের জন্য। অবশ্য বিশ্বকাপের শুরু থেকেই তাকে পাওয়া যাবে সেই আশায় বাংলাদেশ দলে রাখা হয়েছিল এই পেসারকে। এমনকি বিশ্বকাপ দলের সহ-অধিনায়কের দায়িত্বও দেয়া হয় তাকে।
এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলেননি তাসকিন। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলবেন, এমনটাই প্রত্যাশা তাসকিনের।
তিনি আরও বলেন, 'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।'
এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন শরিফুল ইসলাম। তার প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই। সেটা জানা গেছে আগেই। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তাসকিনের চোখে শরিফুলের না থাকাটা 'বড় ক্ষতি'।
তাসকিন বলেন, 'শরিফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে।'
'আসলে প্রতিটি ম্যাচই সুযোগ। বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে।'