promotional_ad

ভারতের কোচ হতে আগ্রহী গাঙ্গুলিও

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের অন্যতম সফল অধিনায়ক ধরা হয় সৌরভ গাঙ্গুলিকে। ক্রিকেটীয় ক্যারিয়ার শেষে লম্বা সময় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই ভারতীয় ব্যাটার।


তিনিই ভারতের প্রধান কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। কিছুদিন আগেই রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে তিনি আর ভারতীয় দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। এরপর থেকেই নতুন কোচের খোঁজ চালাচ্ছে বিসিসিআই।


promotional_ad

২৭মে পর্যন্ত আগ্রহীদের আবেদনও জমা নেওয়া হয়েছে। তবে জোরেশোরে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের নাম। তিনি মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের শিরোপাও জিতিয়েছেন। আইপিএল চলাকালেই বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা মৌখিকভাবে আলোচনাও করেছেন গম্ভীর সঙ্গে।


এখনও ঠিক হয়নি কে হবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ। এমন সময়ই গাঙ্গুলি জানিয়েছেন ভারতের কোচ হতে আগ্রহ আছে তার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি নিঃসন্দেহে ভারতীয় দলের কোচ হতে পছন্দ করবো।’


গম্ভীর কোচ হলে তাকেও সমর্থন জানাবেন গাঙ্গুলি। সাবেক এই অধিনায়ক মনে করেন গম্ভীর কোচ হিসেবে যোগ্য। গম্ভীরের প্রশংসা করে তিনি বলেছেন, ‘যদি তাকে (গম্ভীর) কোচ করতে চায়, আমি মনে করি, ও খুব ভালো প্রার্থী হবে।’


কদিন আগেও গম্ভীরকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন গাঙ্গুলি। ভারতের কোচ হওয়ার জন্য যেসব গুণাবলি থাকা প্রয়োজন এর সব কিছুই গাম্ভিরের মধ্যে আছে বলে ধারণা তার। তবে গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন তিনি সেই রহস্য এখনও খোলাসা হয়নি।


গম্ভীরকে নিয়ে গাঙ্গুলি বলেছেন, ‘আমি চাই কোনও ভারতীয়ই দায়িত্ব নিক। আমি জানি না ও (গম্ভীর) আবেদন করেছে কি না। যদি ও আবেদন করে থাকে, তাহলে যথাযোগ্য প্রার্থী হবে। ও অত্যন্ত আগ্রহী ও সৎ। খেলাটা দারুণ বোঝে। কেকেআরের হয়ে আইপিএলে সাফল্যও পেয়েছে। ভারতের কোচ হওয়ার জন্য যে যে গুণগুলো দরকার, গম্ভীরের মধ্যে তার সবই রয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball