promotional_ad

‘বাংলাদেশিরা কখনই রাসেলদের মতো পাওয়ারফুল হতে পারবে না’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটে লেগ স্পিনারের হাহাকারটা অনেক দিনের। লেগ স্পিনের মতো বাংলাদেশের ক্রিকেটে হাহাকার আছে পাওয়ার হিটার নিয়েও। সমর্থক থেকে ক্রিকেটার কিংবা বোর্ড কর্তা, সবার কণ্ঠেই বেজেছে আক্ষেপের সুর। চাইলেই চার-ছক্কা মারতে পারেন এমন ব্যাটারের আক্ষেপ অনেক দিন ধরেই। সাম্প্রতিক সময়ে পাওয়ার হিটার ব্যাটারদের চাহিদা বাড়লেও বাংলাদেশে এমন কাউকে খুঁজে বের করা যায়নি।


জিয়াউর রহমান, শামীম হোসেন পাটোয়ারি, যারাই এসেছেন তারাই হারিয়ে গেছেন জ্বলে ওঠার আগেই। পাওয়ার হিটিংয়ের কথা উঠলেই উদাহরণ দেয়া হয় ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অনেকের মতে, তাদের মতো পেশি শক্তি না থাকায় চাইলেই ছক্কা মারতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা। ছোটবেলা থেকে ভিন্নভাবে বেড়ে উঠায় তাদের মতো হওয়া সম্ভব না বলে মনে করেন স্টুয়ার্ট ল।


আল জাজিরার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ল বলেন, ‘তারা (বাংলাদেশিরা) শারীরিকভাবে শক্তিশালী নন, কিন্তু তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে, এটা আমরা সকলে জানি। তারা কখনই পাওয়ারফুল খেলোয়াড় হবে না ওয়েস্ট ইন্ডিয়ান অথবা অস্ট্রেলিয়ানদের মতো, যারা ভিন্নভাবে বেড়ে উঠে ও খাওয়া-দাওয়া করে।’


promotional_ad

বাংলাদেশের প্রতিভাবান তরুণদের ছোটবেলা থেকেই একটা পরিকল্পনার মধ্য দিয়ে নিয়ে আসা গেলে পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন ল। যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দাবি, তরুণদের খাবারের পরিকল্পনা ও ফিজিক্যাল ফিটনেসের উপর নজর দেয়া হলে অন্যরকম এক বাংলাদেশকে দেখা যাবে।


তিনি বলেন, ‘বাংলাদেশ যদি এই তরুণদের উন্নয়নের পর্যায়টা দারুণভাবে সম্পন্ন করতে পারে, ১২ থেকে ১৬ বছরের মধ্যে আনবে এবং তাদের ভালো ডায়েট,খাবারদাবারের পরিকল্পনা এবং ফিজিক্যাল ফিটনেসের ভালো ভিত্তি দেয়, তখন বিশ্ব ধরাছোঁয়ার বাইরের বাংলাদেশকে দেখতে পারে।’


এদিকে ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ল। বিভিন্ন মেয়াদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব পালন করেছেন তিনি। কয়েক মাস আগে তার অধীনে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের যুবারা। লম্বা সময় বাংলাদেশে কাজ করার ফলে এদেশের ক্রিকেট সংস্কৃতি খুব ভালো করেই জানেন ল। বিপিএলের সময় বাংলাদেশের ব্যাটিং কোচ হতে আবেদন করেছিলেন তিনি।


যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচকে দায়িত্ব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের প্রধান কোচের চাকরি নিয়েছেন ল। নিজের প্রথম সিরিজেই যুক্তরাষ্ট্রকে দারুণ এক জয় এনে দিয়েছেন তিনি। ল’ এর অধীনে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে তারা। সিরিজ হারানোর পর ল জানিয়েছেন, গত ২৫ বছরেও বাংলাদেশ এগোয়নি।


এ প্রসঙ্গে ল বলেন, ‘২৫ বছরেও বাংলাদেশ এগোয়নি। যা কিছুই তারা করছে সেটা কাজে আসছে না, তাদের বের করা উচিত কী করলে পারবে তারা। হয়তো সময় এসেছে বসে চিন্তা করার যে- এইভাবে আমরা এতদিন করে এসেছি, এটা কাজ করছে না, আমরা এগিয়ে যেতে পারিনি, হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে এটা করা প্রয়োজন। বর্তমানে যারা নীতিনির্ধারক আছেন তাদেরকে খাটো করতে বলছি না, কিন্তু তাদের খেলার সবদিক দিয়ে দেখা দরকার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball