আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড

ছবি: আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড, ফাইল ফটো

হেডিংলিতে প্রথম টেস্টেও ভারতের ব্যাটিং ধসে পড়েছিল দুই ইনিংসেই। শেষ ১৩ উইকেট তারা হারিয়েছিল মাত্র ৭১ রানে। সেই অভিজ্ঞতা থেকেই ব্রুক মনে করছেন, দ্রুত কয়েকটি উইকেট তুলতে পারলে ম্যাচে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়।
ব্রুক-স্মিথের সেঞ্চুরির পর ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ
৯ ঘন্টা আগে
তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই ওরা এখন এগিয়ে, তবে আগেও বলেছি—সকালে যদি আমরা কয়েকটা দ্রুত উইকেট নিতে পারি, ৩–৪ উইকেট, তাহলে কিছুই বলা যায় না ম্যাচ কোন দিকে যাবে। গত সপ্তাহেও দেখেছেন, আমরা ৩০ রানে ৭টা উইকেট নিয়েছি, পরে ৪০ রানে ৬ উইকেট। আজ ওরাও আমাদের সঙ্গে সেটা করেছে। ক্রিকেটে সবকিছু খুব দ্রুত ঘটে, আপনি কখনোই নিশ্চিত হতে পারেন না।'

সিরিজের প্রথম ম্যাচে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড, যা তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০২২ সালেই এই এজবাস্টনে ভারতের বিপক্ষেই ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।
আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: সিরাজ
৮ ঘন্টা আগে
ব্রুক আরও জানান, যেকোনো লক্ষ্য তাড়া করার জন্য ইংল্যান্ড প্রস্তুত থাকবে। আগের ম্যাচের মতো এবারও তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গত ম্যাচে শেষ দিনেই ইংল্যান্ড করে ৩৬০ রান।
'হ্যাঁ এবং আমি মনে করি দুনিয়ার সবাই জানে আমরা যেকোনো লক্ষ্য তাড়া করার চেষ্টা করব। কাজটা অবশ্যই কঠিন হবে, তবে সকালে দ্রুত কয়েকটা উইকেট তুলে ওদের চাপে ফেলতে চাই।'