ব্রুক-স্মিথের সেঞ্চুরির পর ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ

ছবি: ৩০৩ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ, ফাইল ফটো

তৃতীয় দিনের শুরুতে ভারতকে বেশ চাপে ফেলেছিল হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ৩০৩ রানের বিশাল জুটি। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেখান থেকে পাল্টা আক্রমণে দ্রুত রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। ভারতের বোলারদের উপর চড়াও হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি করেন তারা।
আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড
৩ ঘন্টা আগে
সবচেয়ে বেশি ভুগেছেন প্রসিধ কৃষ্ণা। ১৩ ওভারে ৭২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য, এক ওভারে স্মিথ নেন তার কাছ থেকে ২৩ রান। এই সময়ের মধ্যে স্মিথ ৮০ বলে ও ব্রুক ১৩৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। দুই জনের ব্যাটে ৮৯ বলে জুটি স্পর্শ করে একশ, ১৯২ বলে দুইশ এবং ৩৬৪ বলে তিনশ রান।
তবে দ্বিতীয় নতুন বল নিয়েই ম্যাচে ফেরে ভারত। নতুন বলে তৃতীয় ওভারে আকাশ দিপ ভাঙেন ৩০৩ রানের জুটি। এটি ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট জুটিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ। ২৩৪ বলে ১৫৮ রান করে বোল্ড হন ব্রুক। ১৭টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসে তিনি পান নিজের নবম সেঞ্চুরি।

স্মিথ ছিলেন একপ্রান্তে অবিচল। ২০৭ বলে ১৮৪ রানে অপরাজিত ছিলেন তিনি, যা ইংল্যান্ডের কিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের সংগ্রহ। ইনিংসটি সাজানো ছিল ২১টি চার এবং চারটি ছক্কায়। তবে তার সঙ্গে কেউ টিকতে পারেননি শেষদিকে। আকাশ দিপের বলে ওকস বিদায়ের পর বাকি তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সিরাজ।
টি-টোয়েন্টিতে সল্টের বদলি স্মিথ
৫ জুন ২৫
মোহাম্মদ সিরাজ শেষ করেন ৭০ রানে ৬ উইকেট নিয়ে। আর আকাশ দিপের শিকার ৮৮ রানে চার উইকেট। দুই জনই ভাগ করে নেন ইংল্যান্ডের সব উইকেট। দারুণ জুটির পর ইংল্যান্ডের শেষ পাঁচ উইকেট পড়ে মাত্র ২০ রানে। পাঁচ উইকেটে ৩৮৭ রান করে থাকা দলটি তাই চারশ'র একটু বেশি করেই থেমে যায়।
ব্রুক ও স্মিথ ছাড়া ইংল্যান্ডের কেউ ২৫ রানের গণ্ডিও পেরোতে পারেননি। সাত ব্যাটার দুই অঙ্কে যেতেও ব্যর্থ হন। সিরাজ দিনের শুরুতে জো রুট ও বেন স্টোকসকে পরপর দুই বলে ফিরিয়ে ম্যাচে ভারসাম্য ফেরান। খোঁচা মেরে উইকেটরক্ষক ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে স্টোকস ক্যারিয়ারে প্রথমবার গোল্ডেন ডাকের শিকার হন।
এর আগের বলে ২২ রান করা রুটও ঠিক একই কাজ করেন। প্রথম ইনিংসে বড় লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলতে চেয়েছিল ভারত। তবে টি-টোয়েন্টি মেজাজে খেলতে গিয়ে ২২ বলে ২৮ রান করে আউট হয়ে যান ইয়াশভি জয়সাওয়াল। এর পর লোকেশ রাহুল এবং করুন নায়ার ধীরগতিতে ইনিংস মজবুত করতে থাকেন।
চতুর্থ দিনে ভারত চাইবে স্কোর বড় করে ইংল্যান্ডকে চাপে ফেলতে। অন্যদিকে, ইংল্যান্ডের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার।রাহুল ২৮ ও নায়ার ৭ রানে অপরাজিত রয়েছেন।