promotional_ad

আইসিসি থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসর। ৬ দলের এই টুর্নামেন্টের নতুন মৌসুম শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেল তারা। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির পর দ্বিতীয় সহযোগী সদস্য দেশের কোন টুর্নামেন্ট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পেল।


আইসিসির নিয়ম অনুযায়ী কেবল টেস্ট খেলুড়ে দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোকে লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি দেয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে সেই নিয়মে শিথিলতা এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। যার ফলে গত ডিসেম্বরে আইএলটি২০ লিগকে স্বীকৃতি দিয়েছে। একই নিয়মে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটকেও স্বীকৃতি দেয়া হলো।


promotional_ad

যার ফলে এখন থেকে এমএলসিকে আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি লিগ হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে টুর্নামেন্টের সকল প্রকার রেকর্ড আনুষ্ঠানিক টি-টোয়েন্টির পরিসংখ্যানে যুক্ত হবে। এমন খবরে বেশ রোমাঞ্চিত টুর্নামেন্টটির পরিচালক জাস্টিন গেয়ালে। তার বিশ্বাস, বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের খেলার আস্থা বাড়াতে সাহায্য করবে।


এ প্রসঙ্গে গেয়ালে ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। শেষ পর্যন্ত বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাধুলার আস্থা বাড়াতে এটি সাহায্য করবে।’


প্রথম আসরে মাত্র ছয়টি দল নিয়ে এমএলসি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের চারটি দলের মালিকানা আছে।দ্য গার্ডিয়ান জানিয়েছে, লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়া উপলক্ষে ২০২৫ সালে ৩৪ ম্যাচ আয়োজন হবে। সেই সঙ্গে পরবর্তী কয়েক বছরের মাঝে আরও চারটি দল বাড়িয়ে ১০ দলের টুর্নামেন্ট আয়োজন করা হবে।


এমএলসির প্রধান নির্বাহীও এমন কিছুরই আভাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই ২০ ওভারের টুর্নামেন্টের প্রথম আসরে ছিলেন না কোন বাংলাদেশি। তবে এবারের মৌসুমে খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এমএলসি খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। কদিন আগে বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball