তৃতীয় টি-টোয়েন্টি বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না ইংলিশ অধিনায়ক জস বাটলারের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিরতি নিয়েছেন তিনি। এরই মধ্যে লন্ডনে ফিরে গেছেন ইংলিশ অধিনায়ক।
বাটলার ও স্ত্রী লুইস বাটলার তৃতীয় সন্তানের অপেক্ষায় আছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচটি ২৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

সোমবার বাটলার দলের সঙ্গে কার্ডিফে অনুশীলনও করেননি। ইংলিশ অধিনায়ককে সিরিজের শেষ ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। আগামী শুক্রবারই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটার।
বাকিরা যাবেন শুক্রবার। বাটলার দলের সঙ্গে যাবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। এর আগে জানা গিয়েছিল বাটলার বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো মিস করতে পারেন।
যদিও এখন পুরো বিশ্বকাপেই খেলার সুযোগ পাচ্ছেন বাটলার। নিয়মিত এই অধিনায়ক না থাকায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ইংলিশদের নেতৃত্ব দিতে দেখা যাবে সহ-অধিনায়ক মঈন আলীকে। তিনি আসন্ন বিশ্বকাপেও বাটলারের সহকারী হিসেবে যাচ্ছেন।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটিই ইংল্যান্ডের প্রস্তুতির শেষ সুযোগ। গত ডিসেম্বরের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও কোনো প্রস্তুতি ম্যাচ নেই ইংলিশদের।