promotional_ad

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতীয় দলের একাংশ শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। মূলত ভারতের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের আইপিএল শেষ হয়ে গেছে আগেই। ফাইনালে খেলা কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ দলে নেই বিশ্বকাপের কেউ।


ফলে বেশ আগে ভাগেই বেশিরভাগ ক্রিকেটার যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়েছেন। তবে রোহিত শর্মাদের সঙ্গে যাননি ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে আগামী ৩০ মে আমেরিকার বিমানে উঠবেন কোহলি।


promotional_ad

ভিসা সমস্যার কারণে দলের প্রথম বহরের সঙ্গে বিশ্বকাপ ভেন্যুর উদ্দেশে উড়াল দিতে পারেননি কোহলি। আর হার্দিক ইংল্যান্ডে অবকাশ যাপনে রয়েছে। সেখান থেকেই সরাসরি ভারতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। বাংলাদেশের বিপক্ষে আগামী ১ জুন বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারত।


সেই ম্যাচে খেলবেন না কোহলি। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হার্দিকেরও প্রস্তুতি ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতীয় দলের এই সহ-অধিনায়ক কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।


আগামী ৩০ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা রয়েছে সাঞ্জু স্যামসন, ইয়াসভি জায়সাওয়াল, যুবেন্দ্র চাহালের। তাঁদের সঙ্গে রওনা দেয়ার কথা রয়েছে কোহলিরও। আগামী ৪ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে রোহিত শর্মার দল।


৯ জুন রোহিতদের প্রতিপক্ষ পাকিস্তান। ১২ জুন ভারতের বিপক্ষে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। বিশ্বকাপের জন্য আইপিএলের মাঝ পথেই শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। দলে জায়গা হয়নি ওপেনার শুভমান গিলের। অবশ্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গেই যাচ্ছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball