promotional_ad

সিরিজ জয়ের ইচ্ছা বাংলাদেশের চাইতে যুক্তরাষ্ট্রের বেশি ছিল, বলছেন স্টুয়ার্ট ল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শেষ ম্যাচ হারলেও বাংলাদেশের চাইতে সিরিজ জয়ের ইচ্ছা বেশি ছিল যুক্তরাষ্ট্রের, এমনটাই দাবি করছেন দেশটির হেড কোচ স্টুয়ার্ট ল। নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এমনটা দাবি বাংলাদেশের সাবেক এই কোচের।


প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারায় যুক্তরাষ্ট্র। পরের ম্যাচে লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। এই ম্যাচে টাইগাররা হারে ছয় রানে। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের চাইতে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ইচ্ছা এবং নিবেদন বেশি ছিল বলে দাবি করেন স্টুয়ার্ট ল।


promotional_ad

তিনি বলেন, 'আমাদের ইচ্ছা এবং আবেগ প্রথম দুই ম্যাচে অনেক বেশি ছিল (বাংলাদেশের তুলনায়)। আমরা এটা (সিরিজ জয়) তাদের চাইতে আরও বেশি করে চাচ্ছিলাম। আজকের দিনটি ছিল ব্যতিক্রম। আজকে আমরা কিছুটা চাপমুক্ত হয়ে খেলেছি। বাংলাদেশ ভালো খেলেছে। তারা এটাকে তাদের ম্যাচ বলতেই পারে।'


বাংলাদেশকে হারিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দারুণ হয়েছে বলে মত দিয়েছেন এই কোচ, 'দারুণ প্রস্তুতি হয়েছে। নেটে অনুশীলন করার থেকে ম্যাচ খেলা অবশ্যই অনেক ভালো। এরকম খেলায় যেকোনো কিছুই ঘটতে পারে। এ কারণেই এটা বিশ্বকাপ। কেউই এখানে ফেভারিট নয়।'


সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উইকেটই হারায়নি বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৪২ বলে অপরাজিত ৫৮ এবং, সৌম্য সরকার ২৮ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন।


তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্টুয়ার্ট ল। একইসঙ্গে তিনি দোষারোপ করছেন বাংলাদেশের মিডিয়াকে। লাল-সবুজের দলের সাবেক এই কোচের মতে বাংলাদেশের গণমাধ্যমই ক্রিকেটারদের অনেক চাপে রাখেন।


স্টুয়ার্ট ল আরও বলেন, 'বাংলাদেশ ভালো দল। তবে তোমরা (মিডিয়া) তাদের চাপে রাখো। এই ব্যাপারে আমি জানি। তাদের সেরা কয়েকজন হার্ডহিটার আছে। আজকে যে দুজন রান করেছে ওরা সুন্দর ক্রিকেটীয় শট খেলেছে। কয়েকজন বোলার দারুণ বোলিং করেছে, সুন্দর গতিতে। বাংলাদেশের স্পিনাররা বরাবরই দারুণ। তারা দল হিসেবে দারুণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball