promotional_ad

বিশ্রাম পেয়েছি, প্রস্তুতিও নিয়েছি, তবে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি: তানজিদ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে যুক্তরাষ্ট্রকে হারাতে পেরেছে বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দশ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তানজিদ হাসান তামিম জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে তাদের।


যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারের পর সংবাদ মাধ্যমে সাকিব আল হাসান বলেছিলেন যুক্তরাষ্ট্রে অনুশীলনের পর্যাপ্ত সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। হারের একটি কারণ হিসেবে এমনটা বলেছিলেন তিনি। যদিও তানজিদ বলছেন পুরোই ভিন্ন কথা।


promotional_ad

তানজিদ বলেন, 'ম্যাচ হারের পেছনে ভ্রমণক্লান্তি বা বেশি খেলা– এমন কিছুই ছিল না। আমরা পর্যাপ্ত বিশ্রাম পেয়েছি। প্র্যাকটিসের সুবিধাও ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং প্রস্তুতি নিতে পেরেছি। তবে প্রথম দুই ম্যাচে আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আজকের ম্যাচে প্রত্যেক জায়গায় প্ল্যান কাজে লাগাতে পেরেছি। আগের দুই ম্যাচে প্ল্যান কাজে না লাগানোয় হেরেছি।'


'প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ রান লাগত (আসলে ৫৫), সেখানে আমরা বোলাররা ব্যর্থ হয়েছি। আমাদের যে বোলিং করা উচিৎ ছিল, আমরা তা করতে পারিনি। পরের ম্যাচে আমাদের কম বলে কম রান দরকার ছিল, কিন্তু আমরা উইকেট হারাইছি। ওভারল আমাদের দলের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিৎ ছিল, আমরা কেউই তা খেলতে পারিনি, এজন্যই দুই ম্যাচে আমরা হারছি।'


যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ হারে পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল হারে ছয় রানে। এসব হারকে কিছু দিক বিবেচনায় ইতিবাচক বলছেন তানজিদ। হারার পর সবার মন খারাপ ছিল বলেও জানান তৃতীয় ম্যাচে ৪২ বলে ৫৮ রান করা এই ওপেনার।


তানজিদ বলেন, 'আমি বলব আমরা পুরো একটা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে বিশ্বকাপ। আমার কাছে হার-জিত দুইটাই আসলে প্রস্তুতির মধ্যে রাখাই ভালো। এখানে ইতিবাচক-নেতিবাচক দুইটাই হয়েছে যেটা সামনে কাজে লাগবে আমাদের।'


'আসলে হতাশ না, সবারই মন খারাপ ছিল, প্রত্যেকটা হারই খারাপ লাগে, সবার মন খারাপ ছিল। দুই ম্যাচে হারার পর আমরা সবাই মিলে বসে আলোচনা করেছি, কেন প্ল্যানটা কাজে লাগাতে পারছি না। আমরা সবাই মিলে শান্ত থাকার চেষ্টা করছি। আজকে এটাই চেষ্টা করেছি আমরা সবাই এসব পরিস্থিতিতে কীভাবে ঠাণ্ডা থেকে নিজেদের প্ল্যান কাজে লাগাতে পারি। আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball