promotional_ad

পাকিস্তানের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন আফ্রিদি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এরপর টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছিল শাহীন শাহ আফ্রিদিকে। তবে এক সিরিজ পরেই তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়।


মহসিন নাকভি পিসিবির দায়িত্ব নেয়ার পর বাবর আজমকে আবারও অধিনায়কত্ব ফিরিয়ে দেন। তবে হুটহাট আফ্রিদিকে অধিনায়কত্ব দিয়ে আবার কেড়ে নেয়ায় অনেক সমালোচনা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


promotional_ad

শুক্রবার বাবরকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে বিশ্বকাপ দলের সহ অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দেয়া হয়েছিল আফ্রিদিকে। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ফলে সহ-অধিনায়ক ছাড়াই পাকিস্তানের দল ঘোষণা করা হয়েছে।


কদিন আগেই গুঞ্জন তৈরি হয়েছিল বাবরের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে আফ্রিদির। তবে এই সংবাদ উড়িয়ে দিয়েছিলেন আফ্রিদি নিজেই। তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পাকিস্তান দলের অন্তর্কোন্দল নেই। টুকটাক যা মতবিরোধ আছে, সেটা সব পরিবারেই থাকে।’


এদিকে গুঞ্জন রয়েছে যেভাবে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়েছে তা নিয়ে মোটেই খুশি নন আফ্রিদি। তাকে বিবৃতি দেয়ার আহ্বান জানালেও পিসিবিকে মানা করে দিয়েছিলেন তিনি। অধিনায়কত্ব দেয়া ও অধিনায়কত্ব কেড়ে নেয়ায় ব্যাপারটি মেনেই নিতে পারছেন না তিনি।


এদিকে বিশ্বকাপ স্কোয়াডে বড় কোনো চমক রাখেনি পাকিস্তান। দলে আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে আছেন অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমি ও ইমাদ ওয়াসিম। সেই সঙ্গে নতুন ক্রিকেটারদের মধ্যে আজম খান, উসমান খান ও আব্বাস আফ্রিদি সুযোগ পেয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball