promotional_ad

হায়দরাবাদকে থামিয়ে ৬ ম্যাচ পর জয়ের মুখ দেখল বেঙ্গালুরু

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের রানরাইজার্স হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুজনই ব্যর্থ হয়েছেন। তাদের ব্যর্থতার দিনে হায়দরাবাদ হেরেছে ৩৫ রানে। এই জয়ের ফলে ৬ ম্যাচের হারের বৃত্ত ভাঙল ফাফ ডু প্লেসির দল।


হেড ফিরেছেন মাত্র ১ রান করে। অভিষেক ভালো শুরু পেলেও ১৩ বলে ৩১ রান করে আউট হয়েছেন। এরপর এইডেন মার্করাম ও নিতিশ রেড্ডিরাও দলের হাল ধরতে পারেননি। ব্যর্থ হয়েছেন মারকুটে ব্যাটার হেইনরিখ ক্লাসেনও। শেষদিকে প্যাট কামিন্স ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে হায়দরাবাদকে। শেষ পর্যন্ত ৩৭ বলে ৪০ রান করে শাহবাজ আহমেদ অপরাজিত থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।


promotional_ad

মূলত স্বপ্নিল সিং, কর্ন শর্মা ও ক্যামেরন গ্রিন ২টি করে উইকেট নিয়ে হায়দরাবাদকে রান বাড়াতে দেননি। তবে দুই ওপেনারকে ইয়াস দয়াল ও উইল জ্যাকস ফিরিয়ে শুরুর দিকে ধাক্কা দিয়েছিলেন। এরপর স্বপ্নিল কর্ন নিয়মিত বিরতিতে উইকেট নিলে জয় পেতে বেগ পেতে হয়নি বেঙ্গালুরুকে।


এর আগে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে। ওপেনিং জুটিতে ৪৮ রান যোগ করেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। কোহলি ধীর গতির হাফ সেঞ্চুরি তুলে আউট হয়েছেন ৪৩ বলে ৫১ রান করে। এর আগে ডু প্লেসি ফিরে যান ১২ বলে ২৫ রান করে।


উইল জ্যাকস মাত্র ৬ রান করে আউট হয়ে গেলেও রজত পাতিদারের ২০ বলে ৫০ ও ক্যামেরন গ্রিনের ২০ বলে অপরাজিত ৩৭ রানে ২০০ পেরিয়ে যায় বেঙ্গালুরু। তারা ৭ উইকেটে সংগ্রহ করে ২০৬ রান। সেই লক্ষ্য পাড়ি দিতে নেমে রানে থেমেছে রানে। 


হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট। ২টি উইকেট নিয়েছেন থাঙ্গারাসু নাটারাজন। আর একটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও মায়াঙ্ক মারকান্দে। হায়দরাবাদের প্রায় সব বোলারই উইকেট পেলেও তারা বেশ খরুচে ছিলেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball