promotional_ad

মার্শকে দেশে ডেকে নিল অস্ট্রেলিয়া

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই ক্রিকেটারদের বাড়তি যত্ন নিচ্ছে প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ডই। সেই কথা ভেবেই মিচেল মার্শকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 


মূলত চোটগ্রস্থ এই অলরাউন্ডারের চিকিৎসার জন্য তাকে দেশে ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। যদিও মার্শ আইপিএলে আবারও ফিরবেন কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি তার আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসও কিছু জানায়নি।


promotional_ad

গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। সেদিন ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই আউট হয়ে যান এই ব্যাটার। এরপর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি মার্শের চোটের খবর নিশ্চিত করেন।


ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময় চোটের সঙ্গে লড়তে হয়েছে মার্শের। সেই কথা ভেবেই আগলে রেখেছে অস্ট্রেলিয়া। তিন ফরম্যাটের ক্রিকেটেই অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন মার্শ। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে অজিদের নেতৃত্বও দিয়েছেন তিনি।


সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার কথা তারই। চোটের কারণে আইপিএলে অনেবারই খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন মার্শ। আটটি মৌসুম কাটালেও বিলিয়ন ডলার এই লিগে মোটে ৪২টি ম্যাচ খেলেছেন তিনি।


এবারের আইপিএলে খুব একটা ভালো করতে পারেননি মার্শ। চার ম্যাচে করেছেন মাত্র ৬১ রান। আর বল হাতে উইকেট নিতে পেরেছেন একটি। দিল্লি শঙ্কায় রয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়েও। তিনি ব্যাটিংয়ের সময় চোটে পড়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball