promotional_ad

কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের পেস বোলিং আক্রমণের প্রাণভোমরা ধরা হয় জসপ্রিত বুমরাহকে। তিনি বিশ্রাম বা চোটের কারণে ভারতীয় দলে না থাকলে পেস বোলিং আক্রমণকেই দুর্বল মনে হয়। বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসারও ধরা হয় তাকে।


বুমরাহই জানালেন এক সময় কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কথা চিন্তা করেছিলেন তিনি। সেই সময় কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা শুরু করেছিলেন এই ভারতীয় পেসার। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। তার ভাগ্য খুলে দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।


promotional_ad

২০১৩ সালে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ হয় বুমরাহর। আইপিএলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে ২০১৬ সালেই জাতীয় দলে জায়গা করে নেন তিনি। এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। 


সম্প্রতি স্ত্রী সানজানা গনেশানকে নিয়ে জিও সিনেমার একটি ভিডিওতে হাজির হয়েছিলেন বুমরাহ। সেখানে তার স্ত্রী প্রশ্ন করেন, ‘তুমি তো কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলে?’


উত্তরে বুমরাহ বলেন, ‘ক্রিকেট খেলে বড় হতে কে না চায়? ভারতের প্রতিটি সড়কেই অন্তত ২৫ জন খেলোয়াড় আছে, যাদের স্বপ্ন ভারতের হয়ে খেলা। (তাই) আপনাকে বিকল্পও কিন্তু ভাবতে হবে। সেখানে (কানাডা) আমাদের আত্মীয় থাকে। আমি ভাবতাম পড়াশোনা শেষ করে যাব সেখানে। পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিল শুরুতে, পরে ভিন্ন সংস্কৃতির দেশে মা যেতে চাইলেন না। ’


যাই হয়েছে তার জন্য ভাগ্যকে কৃতিত্ব দিচ্ছেন বুমরাহ। তিনি বলেন , ‘আমি খুব ভাগ্যবান যে সবকিছু ঠিকঠাক ভাবে এগিয়েছে। নইলে কে জানে আমি কানাডা দলে খেলার চেষ্টা করতাম কি না, পাশাপাশি অন্য কিছুও হয়তো করতাম। ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball