ম্যাচ হেরে জরিমানাও গুনতে হল স্যামসনকে

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
টানা ৪ ম্যাচ জিতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) উড়ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে বুধবার হোঁচট খায় সঞ্জু স্যামসনের দল। হারের যন্ত্রণার সঙ্গে এবার স্যামসনকে পড়তে হল শাস্তির মুখে।
জরিমানা হয়েছে স্যামসনের। গুজরাটের বিপক্ষে ম্যাচে তাঁর দল স্লো ওভার রেট বজায় রাখার জন্য জরিমানার মুখে পড়তে হয় রাজস্থান অধিনায়ককে। চলতি আসরে এই প্রথমবার স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটা তাঁর টিমের মরশুমের প্রথম অপরাধ। আইপিএলের নিয়মে, ন্যূনতম ওভার রেট বজায় রাখতে না পারলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। যে কারণে স্যামসনকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৯৬ রান তুলেও হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। এ বারের আইপিএলে এই প্রথম বার হারলেন সঞ্জু স্যামসনরা। ২০২৪ আইপিএলে টানা চার ম্যাচে জয় পাওয়ার পর, বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জেতে গুজরাট টাইটান্স।
রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯৬ রানের পুঁজি পায় রাজস্থান। কিন্তু ঘরের মাঠে এতো বড় পুঁজি নিয়েও গুজরাটের কাছে ৩ উইকেটে হারে দলটি। যদিও শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা ছিল ম্যাচে।
২ বলে ৪ রান প্রয়োজন ছিল। পঞ্চম বলে ২ রান হলেও, রানআউট হন রাহুল তেওয়াটিয়া। শেষ বলে দরকার ছিল ২। চার মেরে গুজরাট টাইটান্সকে জেতান রশিদ খান। চার ম্যাচ পর থামল রাজস্থান রয়্যালসের বিজয়রথ। ৩ উইকেটে জেতেন শুভমন গিলরা।