promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ ইবাদতের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ইবাদত হোসেনের। চোটের কারণে খেলতে পারেননি গেল বছরের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু আশা ছিল এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার। কিন্তু সেটাও এখন হচ্ছে না। উল্টো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এই পেসারের। 


গত বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে বোলিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন এবাদত। অস্ত্রোপচার করাতে হয়েছিল বাংলাদেশি পেসারকে। পুনর্বাসন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।


কিন্তু আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট ফিট হয়ে উঠতে পারছেন না এই পেসার। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী এই খবর নিশ্চিত করেছেন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্রিকবাজকে।


promotional_ad

ইবাদত অবশ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফিরতে চান। ওই সিরিজের পর থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে খেলা হয়নি এবাদতের। এশিয়া কাপ তো বটেই, পরের আন্তর্জাতিক সিরিজেও দেখা যায়নি তাকে। ঘরোয়া ক্রিকেট থেকেও থাকতে হয়েছে দূরে।


দেবাশীষ বলেন, ‘কোনোভাবেই নয় (এবাদতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা)। আমরা এটা ভাবছিই না। ওই সময়ের (বিশ্বকাপের আগে) মধ্যে তার ফেরা হচ্ছে না। সাধারণত এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে আট থেকে ১২ মাস লাগে, অন্তত ১০ মাস।'


'গত বছর ডিসেম্বরে (আসলে আগস্টে) তার অপারেশন হয়েছিল, সেক্ষেত্রে অন্তত অক্টোবরে তার ফেরা হতে পারে। সে হয়তো আরও আগে ফিরতে পারে, কিন্তু অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়।’ আরও যোগ করেন দেবাশীষ


উল্লেখ্য, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের। গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।


গ্রুপ ‘এ’-তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball