মুস্তাফিজহীন ম্যাচে ১১ বল থাকতেই হারল চেন্নাই

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে বর্তমানে বাংলাদেশে সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচে তাই খেলতে পারেননি 'দ্যা ফিজ'। মুস্তাফিজ না খেলার ম্যাচে অবশ্য হারতে হয়েছে পাঁচবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংসকে। হায়দরাবাদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে না পারা দলটি হেরেছে ছয় উইকেটে, ১১ বল হাতে রেখে। বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর টপ অর্ডারের দুর্দান্ত কয়েকটি ইনিংসে সহজেই ম্যাচটি জিতেছে হায়দরাবাদ।
এ দিন মুস্তাফিজ না খেলার পাশাপাশি খেলেননি মাথিশা পাথিরানাও। এই দুজনের জায়গায় খেলেন মঈন আলী এবং মাহিশ থিকশানা। দুই স্পিনার নেয়ায় ব্যাটার সামির রিজভিকেও বাদ দেয় চেন্নাই, তার বদলে খেলেন পেসার মুকেশ চৌধুরী।
আর এই মুকেশ চৌধুরীকে পেয়ে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করা হায়দরাবাদ রীতিমতো উড়ন্ত সূচনা পায়। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ২৭ রান দেন মুকেশ। পরে আর বোলিংয়েই আসা হয়নি তার।
সেই উড়ন্ত সূচনার কারণে ২.৪ ওভারের মধ্যে হায়দরাবাদ তোলে ৪৬ রান। দীপক চাহার ১২ বলে ৩৭ রান করা অভিষেক শর্মাকে ফেরালেও রানের চাকা সচল থাকে হায়দরাবাদের। ট্রাভিস হেড এবং এইডেন মার্করাম দুজন মিলে দশ ওভারের আগেই গড়েন ৬০ রানের জুটি।

দলীয় ১০৬ রানে ফিরে যান ২৪ বলে ৩১ রান করা হেড। তারপর থেকে চেন্নাইয়ের স্পিনাররা নিয়ন্ত্রণ নিলে কিছুটা রয়েসয়ে খেলে হায়দরাবাদ, তবে শুরুর উড়ন্ত সূচনার কারণে ম্যাচ জিততে কষ্ট হয়নি দলটির।
চার ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নেন পাথিরানা। তিন ওভারে ২৩ রান খরচায় মার্করাম ও শাহবাজ আহমেদকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মঈন আলী। ৩৬ বলে ৫০ রান করেন মার্করাম। হায়দরাবাদকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১১ বলে ১০ রা করা হেনরিখ ক্লাসেন এবং ৮ বলে ১৪ রান করা নিতিশ কুমার।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৬৫ রান তুলেছে চেন্নাই সুপার কিংস। শুরুটা অবশ্য আগ্রাসী ভঙ্গিমায় করতে চেয়েছিল দলটি। যদিও দলীয় ২৫ রানে রাচিন রবীন্দ্রর উইকেট হারায় দলটি। ৯ বলে ১২ রান করে ফেরেন কিউই এই ওপেনার।
পাওয়ার প্লে' শেষ হওয়ার একটু পর ফিরে যান রুতুরাজ গায়কোয়াড়ও। চেন্নাইয়ের অধিনায়ক করেন ২১ বলে ২৬ রান। ৫৪ রানে দুই উইকেট হারানো চেন্নাইকে পথ দেখান শিভম দুবে। আজিঙ্কা রাহানেকে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন চারে নামা এই ব্যাটার।
১৪তম ওভারে তাকে ফেরান প্যাট কামিন্স। হায়দরাবাদের অধিনায়কের অফসাইডের বাইরে দেয়া স্লোয়ার বাউন্সারে ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন দুবে। ফেরার আগে করেন ২৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ রান।
মূলত দুবের আউটের পরই ছন্দ হারায় চেন্নাই। আরেকপ্রান্তে থাকা রাহানে উইকেটের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে না পেরে ৩০ বলে ৩৫ রান। জয়দেব উনাদকাটের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন রাহানে।
শেষদিকে রবীন্দ্র জাদেজার ২৩ বলে অপরাজিত ৩১ এবং ড্যারেল মিচেলের ১১ বলে ১৩ রানের ইনিংসে ১৭০ রানের আগেই থেমে যায় চেন্নাই। এ দিন উইকেট ছিল ধীরগতির। বল ঠিকভাবে ব্যাটে আসছিল না। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশর কুমার, টি নাটারাজান, কামিন্স এবং উনাদকাট।