promotional_ad

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল লিটনের: লিপু

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রান খরায় ভুগছেন লিটন দাস। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ওয়ানডেতে দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। এরপর সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে আউট হন লিটন।


দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। ৪ ও ৩৮ রান করে আউট হয়েছেন তিনি। প্রথম টেস্টে ব্যর্থ হওয়ার পর লিটনকে কেন দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তাদের হাতে পর্যাপ্ত অভিজ্ঞ বিকল্প নেই।


সেই সঙ্গে টেস্ট দলে ছিলেন না মুশফিকুর রহিমের মতো ক্রিকেটার। সাকিব আল হাসান ফেরায় তার সঙ্গে লিটন বাড়তি অভিজ্ঞতা যুক্ত করতে পারবেন বলে ধারণা ছিল তাদের। তবে লিটন সে জায়গায় ব্যর্থ হয়েছেন তাই কিছুটা হতাশ প্রধান নির্বাচক।


promotional_ad

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাদের হাতে যদি পর্যাপ্ত অভিজ্ঞ খেলোয়াড় থাকত... প্রথম জিনিস হচ্ছে তার বিকল্প হিসেবে কাউকে নিতে পারেন কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে খেলোয়াড়ের এতো ভালো রেকর্ড... রেকর্ড আমাদেরকেও দেখতে হয়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই।'


বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, 'আমাদের কিছুটা আস্থা ছিল সে তার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর। আমরা চাচ্ছিলাম যে কিছু অভিজ্ঞতা থাকুক। সাকিব ফিরে এসেছে, মুশফিক যেহেতু নেই অভিজ্ঞতার যে দরকার আছে সেটা দেখতে পাচ্ছেন। অভিজ্ঞরা যদি অভিজ্ঞতার আলোকে ক্রিকেট খেলতে না পারে তাহলে দল বেশিদূর এগোতে পারে না।'


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স করেছেন শুধু মুমিনুল হক। প্রথম টেস্টে ৫ ও ৮৭* রানের পর দ্বিতীয় টেস্টে ৩৩ ও ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রধান নির্বাচক মনে করেন সাকিব-মুমিনুলদের ইনিংস আরও বড় হতে পারত।


তিনি আক্ষেপের সুরে বলেছেন, 'আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের ইনিংসটাই বড় হতে পারত। আমাদের একটা আক্ষেপ যে মুমিনুল একটা অবস্থানে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে। সাকিবও নিজেকে সুসংহত করতে পেরেছিলেন। লিটন দাসও যে জায়গায় চলে গিয়েছিলেন সেখান থেকে ইনিংসটা বড় করা বা তিন অঙ্কে পৌছে যাওয়াটা অসম্ভব কিছু ছিল না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball