হোয়াইটওয়াশেও প্রাপ্তি খুঁজছে বাংলাদেশ

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডের পর অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। হতাশার এই সিরিজেও বেশ কিছু প্রাপ্তি দেখছেন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা আক্তার। তিনি মনে করেন বোলাররা আরেকটু ভালো করলে চিত্রটা অন্যরকম হতে পারত।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। অজিদের করা ১৫৬ রানের লক্ষ্যে বাংলাদেশ নারী দল গুটিয়ে গেছে ৭৮ রানেই। পুরো সিরিজ জুড়েই ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতশ্রী। অ্যালিস পেরি, তাইলা ভ্যালিমিকদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে নাহিদা বলেন, 'আমরা তৃতীয় ওয়ানডেটা ভালো খেলতে পারিনি। চেষ্টা ছিল টি-টোয়েন্টিতে যদি ভালো করা যায়। সেদিক থেকে যদি বলি, আমাদের জ্যোতি প্রথম টি-টোয়েন্টিতে ভালো একটা স্কোর করেছে। ওয়ানডেতেও একটা ভালো স্কোর ছিল। সেদিক থেকে বলব, ওর জন্য একটা ভালো অর্জন। বোলাররা ভালো করেছে। যদি আরেকটু ভালো করতো তাহলে চিত্রটা আরেকটু বদলাতে পারত।'

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখেই নিজেদের প্রস্তুত করছে স্বাগতিকরা। নাহিদা জানিয়েছেন বিশ্বকাপের আগে বাংলাদেশের আরও ম্যাচ আছে। ফলে অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা পাশ কাটিয়ে ভালো প্রস্তুতির সুযোগ আছে তাদের।
কদিন পরেই বাংলাদেশ সফরে আসছে ভারত। এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। নাহিদার বিশ্বাস অস্ট্রেলিয়া সিরিজের ভুলগুলো ভারত সিরিজে কাটিয়ে উঠতে পারবেন তারা।
তিনি বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের আরও খেলা আছে। ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলব। আমরা চেষ্টা করব, এই সিরিজে যে ঘাটতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করার। আমরা আশা করছি, পরবর্তী সিরিজে ভালো খেলার চেষ্টা করব।'
অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফর করেছে। নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়া প্রায় অপরাজেয় দল। নারীদের ক্রিকেটের সব শিরোপার স্বাদ পেয়েছে দলটি। তাদের কাছে সিরিজ হারলেও অনেক কিছু শিখতে পেরেছেন বলে জানালেন নাহিদা।
তিনি বলেছেন, 'ওরা অনেক অভিজ্ঞ প্লেয়ার। অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। আমরা চেষ্টা করেছি, ওদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাটিং-বোলিং করা যায়। আমরা ওদের থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের যে ঘাটতিগুলো হয়েছে, আমরা চেষ্টা করব, সামনের দিনগুলোতে সেগুলো কাটিয়ে ওঠার।'