promotional_ad

শ্রেয়াসের ভাবনার চাইতেও ৫০ রান বেশি করেছে কলকাতা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এ দিন নির্ধারিত ২০ ওভারে ২৭২ রান তুলেছে কলকাতা, যা আইপিএল বা যেকোনো টি-টোয়েন্টি লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দল এমন সংগ্রহ করবে সেটা ভাবতেই পারেনি শ্রেয়াস আইয়ার। কলকাতার অধিনায়কের মতে অন্তত ৫০ রান বেশি করেছে তার দল।


দিল্লির বিপক্ষে ম্যাচ শুরুর আগে টসের সময় শ্রেয়াস কথা বলেছিলেন সুনীল নারিনকে নিয়ে। তিনি জানিয়েছিলেন, ব্যাটারদের সভায়ও থাকেন না নারিন। তাকে নিজের মতো খেলার ছাড়পত্র দিয়ে রেখেছে কেকেআর। নারিনকে স্পষ্ট বলা আছে, 'রান করতে পারলে ভালো, না পারলেও ক্ষতি নেই।' ক্যারিবিয়ান এই হিটারের ৩৯ বলে ৮৫ রানের ইনিংসে দারুণ খুশি শ্রেয়াস।


promotional_ad

ম্যাচ শেষে তিনি বলেন, 'সত্যি বলতে আমি ভাবিনি যে ২৭০ রান উঠবে। ২১০-২২০ রান হবে ভেবেছিলাম। কিন্তু ২৭০ রান হওয়ায় বাড়তি সুবিধা পেয়ে যাই আমরা। ম্যাচের আগে বলেছিলাম যে, নারাইনের কাজ হচ্ছে আমাদের একটা দারুণ শুরু দেওয়া। সেটা না পারলেও কোনও ক্ষতি নেই।'


বুধবার তরুণ অঙ্গকৃশ রঘুবংশী ৫৫ রান করেন। ১৮ বছরের তরুণ এই ক্রিকেটার ২৭ বলের ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন। তার ব্যাটিং দেখেও মুগ্ধ শ্রেয়াস। তাকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্ত দারুণ ছিল বলেই মনে করেন কলকাতার অধিনায়ক।


তিনি বলেন, 'প্রথম বল থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলতে শুরু করে অঙ্গকৃশ। চোখ জুরিয়ে দেওয়া শট খেলছিল। খুব পরিশ্রমী ক্রিকেটার। আমরা আলোচনা করেই তাকে ওখানে নামিয়েছি।'


নারিন-রঘুবংশির ঝড়ো ইনিংসে সাত উইকেটে ২৭২ রান করে কলকাতা। পরে দিল্লি ক্যাপিটালস গুঁটিয়ে যায় ১৬৬ রানে। আইপিএলের পয়েন্ট টেবিলেও বেশ স্বাচ্ছন্দ্যে অবস্থান করছে শ্রেয়াসের কলকাতা। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball