এক দশক পর চ্যাম্পিয়ন্স লিগ ফেরাতে তিন বোর্ডের আলোচনা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্ব জুড়ে এখন অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজেদের ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে। সেই সঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খুব একটা পিছিয়ে নেই। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও নবাগত এস এ টোয়েন্টি, আইএল টি-টোয়েন্টিও সাড়া ফেলেছে।
অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই উত্থানে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টকে মিস করেন। অনেক জল্পনা-কল্পনা নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির। মূলত চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলকে অনুসরণ করে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সেরা দলগুলো এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেত।
অবশ্য নানা প্রতিকূলতার কারণে ২০১৪ সালের পর আর এই টুর্নামেন্টটি মাঠে গড়ায়নি। এক দশক পর আবারও জনপ্রিয় এই টুর্নামেন্টকে ফিরিয়ে আনার আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হতে পারে ঠাঁসা সূচি। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির মাঝখানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর জন্যই সময় বের করা কঠিন হয়ে পড়ে।

ফেব্রুয়ারি-মার্চের দিকে একই সময় মাঠে গড়ায় বিপিএল, পিএসএল ও আইএল টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টগুলো। তাই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির জন্য সময় বের করাই কঠিন হবে বলে মনে করেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স।
তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগটা একটু আগেই মাঠে নামানো হয়েছিল। ওই সময় ধারণাটি যথেষ্ট পরিপক্ক ছিল না। তবে এখন এটা আবার শুরু করার সময়। চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের বিষয়ে বিসিসিআই, সিএ এবং ইসিবির মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমি জানি। এটার জন্য এখন শুধু আইসিসির থেকে সময় বের করা দরকার।’
২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। সেবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল তারা। সেবার আইপিএলের তিনটি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে দুটি ও ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে একটি দল অংশ নিয়েছিল। কামিন্স জানালেন চ্যাম্পিয়ন্স লিগ ফেরানোর ব্যাপারে ইসিবির প্রধান নিক হকলির সঙ্গেও কথা হয়েছে।
এই বিষয়ে খোলাসা করে তিনি বলেন, ‘আমি নিক হকলির সঙ্গে নিয়মিত কথা বলছি। কারণ আমি মনে করি, এটা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। জয় শাহর সঙ্গেও আলাপের বিষয় আছে। তবে অস্ট্রেলিয়ার দিক থেকে যথেষ্ট আগ্রহ আছে। ক্রিকেট বিবর্তনের এটাই পরবর্তী ধাপ।’
মান এবং চাহিদার দিক দিয়ে আইপিএলের ধারে কাছেও নেই কেউ। তবে অন্য ফ্যাঞ্চাইজি লিগগুলোও যে পিছিয়ে নেই সেটা প্রমাণ হতে পারে চ্যাম্পিয়ন্স লিগে। এ প্রসঙ্গে কামিন্স বলেন, ‘মেলবোর্নের বিপক্ষে যখন মুম্বাই বা করাচি কিংস খেলবে তখনই বোঝা যাবে কে সেরা। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দিকে দেখুন, বিশ্বকাপ অবশ্যই দুর্দান্ত কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল প্রতিবছর অসাধারণ উন্মাদনা তৈরি করে চলেছে।’