promotional_ad

ঢাকা ডার্বিতে মোহামেডানকে উড়িয়ে দিল আবাহনী

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের সঙ্গে লড়াই করতেই ব্যর্থ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাইভোল্টেজ এই ম্যাচে মোহামেডানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির বড় জয় নিশ্চিত করেছেন নাইম শেখ ও জাকের আলী অনিক।


এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৯০ রানে থামে মোহামেডানের ইনিংস। সেই লক্ষ্য ১৫ ওভার হাতে রেখেই পেরিয়ে যায় আবাহনী। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। দলীয় ১৬ রানেই সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়।


promotional_ad

তিনি ২০ বলে ১২ রান করে আবু হায়দার রনির বলে ক্যাচ দেন আরিফুল ইসলামকে। এরপর দ্বিতীয় উইকেটে নাইম ও জাকের মিলে যোগ করেন ১০৬ রানের জুটি। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ব্যক্তিগত ৬৩ রানে নাসুম আহমেদের শিকার হন নাইম। এরপর আবাহনীকে আর কোনো উইকেট হারাতে দেননি জাকের ও আফিফ হোসেন।


দুজনের অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে আবাহনীকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই দুজন। এবারের ডিপিএলের আবাহনীর হয়ে সর্বাধিক রান করা জাকের এদিন অপরাজিত থেকেছেন ৯০ বলে ৭৮ রানের ইনিংস খেলে। আর আফিফ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ বলে ৩৯ রান করে।


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আবাহনীর বোলারদের তোপের মুখে পড়ে আবাহনী। দলীয় ১৬ রানের মধ্যে দুই ওপেনার ইমরুল কায়েস ও রনি তালুকদারকে সাজঘরে পাঠান পেসার তাসকিন আহমেদ। এরপর রুবেল মিয়া ও মাহদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে মোহামেডানের উপরের সারি গুঁড়িয়ে দেন তানজিম হাসান সাকিব।


তিনি পরে আউট করেছেন ২২ রান করা আবু হায়দার রনিকেও। ৩১ রানে ৩ উইকেট নেয়া সাকিবই এই ম্যাচে আবাহনীর সেরা বোলার। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস এসেছে আরিফুল হকের ব্যাট থেকে।


মূলত নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলেই বড় সংগ্রহ পায়নি দলটি। আবাহনীর হয়ে তাসকিনের দুটি উইকেট ছাড়াও একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। মোহামেডানকে হারিয়ে টানা ৮ ম্যাচেই জয় পেল আবাহনী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball