promotional_ad

‘আগে রান নিয়ে অনেক চিন্তা করতাম, এখন দেখি আর মারি’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএল শুরুর আগেই রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা জানিয়েছিলেন, এবারের আইপিএলে দেখা মিলবে ভিন্ন এক রিয়ান পরাগের। সেটিই হলো। চলমান আইপিএলে দেখা গেছে দারুণ ধারাবাহিক পরাগকে। রাজস্থানের হয়ে একের পর এক ম্যাচে রান করে যাচ্ছেন তিনি। পরিস্থিতি বুঝে দলের হাল ধরা বা উইকেটে থিতু হয়ে শট খেলা- সবই করছেন পরাগ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দল জিতিয়ে সাফল্যের মন্ত্র জানিয়েছেন তিনি।


মুম্বাইয়ের বিপক্ষে মাত্র ১২৬ রানের লক্ষ্যে খেলে রাজস্থান। যদিও ৪৮ রানের মধ্যে ইয়াশভি জায়সাওয়াল, সাঞ্জু স্যামসন এবং জস বাটলারের উইকেট হারায় দলটি। তারপর ৩৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে দল জেতান পরাগ।


promotional_ad

এর আগে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৫ বলে ৮৪ এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে ২৯ বলে ৪৩ রান করে দলে বড় ভূমিকা রাখেন তিনি। এখন পর্যন্ত তিন ম্যাচে ১৮১ রান করে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রান করেছেন এই ব্যাটার।


গতকালের ম্যাচ শেষে পরাগ বলেন, 'তেমন কিছু না আসলে। আমি আসলে অনেক কিছু করার বদলে সহজ করে নিয়েছি সব এর আগে আমি যখন রান করতাম আমি অনেক কিছু নিয়ে চিন্তা করতাম। অনেক কিছু করতে চাইতাম একসঙ্গে। পরে তার কিছু কাজে দিত। এই বছর লক্ষ্যটা একদম সহজ রাখতে চেয়েছি, শুধু বল দেখছি আর মারছি।'


গত কয়েক মৌসুমে আইপিএলে সেভাবে কিছুই করতে পারেননি পরাগ। এমনকি ১০-১৫ বলের বেশি খেলতেও পারেননি তিনি। যদিও সেই বছরগুলোতে রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক আলি ট্রফিতে আলো ছড়ান পরাগ। বিশেষ করে আসামের হয়ে শেষবারের রঞ্জি ট্রফিতে দারুণ খেলেন তিনি।


নিজের খেলার ধরন বদলে ফেলা পরাগ আরও বলেন, 'আমি আগেও বলেছি যখন আমি ঘরোয়াতে খেলি (অন্য আসর) তখনই একই রকম পরিস্থিতি থাকে। জস (বাটলার) আউট হওয়ার পর অ্যাশ (অশ্বিন) ভাই এলো কিছু সময় পর। আমি ভেবে নিয়েছি তখন আমার কি করা লাগবে। এই কাজটাই গত ছয় মাস আমি করেছি ঘরোয়া ক্রিকেটে। কাজেই সব কিছু হিসেব করে এগিয়ে যাওয়া সহজ ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball