promotional_ad

ট্রাফিক জ্যামের কারণে পরিত্যক্ত ডিপিএলের দুটি ম্যাচ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অন্যরকম এক ঘটনার সম্মুখীন হলো ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুটি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ।


মঙ্গলবার এমন ঘটনা ঘটেছে বিকেএসপিতে। সেখানকার একটি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচ। নির্ধারিত সময়ের মাঝে ক্রিকেটারদের বহনকারী বাসগুলো উপস্থিত না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে আম্পায়াররা।


promotional_ad

আরেকটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের। সাভারের জোড়পুলের দীর্ঘ জ্যামের কারণে ওই ম্যাচের ক্রিকেটাররাও মাঠে উপস্থিত হতে পারেনি। তাই সেটিকেও পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।


সাভারের জোড়পুলে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। এ কারণেই ক্রিকেটাররা বিকেএসপিতে যেতে পারেননি। জোড়পুল এলাকায় ভোর সাড়ে পাঁচটায় তেলবাহী একটি লরি উল্টে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে আশপাশে থাকা আরও চারটি গাড়িও পুড়ে যায়। একজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।


জানা গেছে, পরিত্যক্ত হওয়া দুটি ম্যাচই আগামীকাল বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। আর বিকেএসপিতে আগামীকালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পরশুদিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার। সেদিন এমনিতেই প্রিমিয়ার লিগের কোনও ম্যাচ ছিল না।


সাত ম্যাচে সাতটি জয় (১৪ পয়েন্ট) নিয়ে ডিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ছয় জয় (১২ পয়েন্ট) নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপি'র দুটি ম্যাচ পরিত্যক্ত হলেও নারায়ণগঞ্জের ফতুল্লায় এই দুই দলের 'ডার্বি' ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball