promotional_ad

হেরেই চলেছে মুম্বাই, আবারও রাজস্থানকে জেতালেন পরাগ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হেরেই চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারে আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে ৬ উইকেটে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। আইপিএলের ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বিলিয়ন ডলার লিগের সফলতম দলটি। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নিজের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছিলেন হার্দিক।


মুম্বাইয়ের হয়ে ঠিক উল্টো অভিজ্ঞতা হলো এই অলরাউন্ডারের। এনিয়ে ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতল রান তাড়া করতে নামা দল। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান করেছিল মুম্বাই।


জবাবে খেলতে নেমে ২৭ বল হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়ে গেছে সাঞ্জু স্যামসনের দল। আগের ম্যাচেই ৪৫ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রায়ান পরাগ এই ম্যাচেও দারুণ এক হাফ সেঞ্চুরি করে রাজস্থানকে জিতিয়ে নায়ক হয়েছেন তিনি।


promotional_ad

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি মুম্বাই। দলীয় ২০ রানের মধ্যেই তারা হারায় উপরের সারির ৪ ব্যাটারকে। এরপর দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। এই দুজনে যোগ করেন ৫৬ রান। হার্দিক ২১ বলে ৩৪ রান করে আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে মুম্বাই।


তিলক ২৯ বলে ৩২ রান করে ফিরেছেন। টিম ডেভিড তৃতীয় সর্বোচ্চচ ১৭ রানের ইনিংস খেলেছেন। মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় ধস নামিয়েছেন ট্রেন্ট বোল্ট ও যুবেন্দ্র চাহাল। বোল্ট টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। আর শেষের দিকে বল হাতে ঘূর্ণি দেখিয়েছেন চাহাল।


এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন নান্দ্রে বার্গার। আর একটি উইকেট পেয়েছেন আভেষ খান। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪২ রানের মধ্যে ইয়াসভি জায়সাওয়াল ও সাঞ্জু স্যামসনকে হারায় রাজস্থান। জায়সাওয়াল ১০ ও স্যামসন আউট হন ১২ রান করে। এরপর জস বাটলারও আউট হয়ে যান ১৩ রানে।


অবশ্য এই বিপর্যয় সামাল দিয়েছেন রায়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিন। পরাগ ৩৯ বলে ৫৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন। অশ্বিন আউট হয়ে গেছেন ১৬ রান করে। ৮ রান করে অপরাজিত ছিলেন শিভম দুবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball