promotional_ad

চেন্নাইয়ের প্রয়োজনে হলে ধোনি ওপরেই ব্যাটিং করবে: ক্লার্ক

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হার অনেকটা নিশ্চিতই ছিল। বিশাখাপট্টনমে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকরা বলতে গেলে একেবারে কোণঠাসা। শিভাম দুবে ফেরার পর মহেন্দ্র সিং ধোনি যখন এলেন তখনও চেন্নাইয়ের সামনে একেবারে অসম্ভব এক সমীকরণ। তবুও মুকেশ কুমারের শর্ট লেংথ ডেলিভারিতে স্কয়ার লেগ দিয়ে ধোনির পুল শটে চার আবারও জাগিয়ে তুলল চেন্নাইয়ের সমর্থকদের।


অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়ে কভারের ওপর দিয়ে ছক্কা মারলেন ধোনি। কখনও আবার এক হাতেও ছক্কা মেরেছেন অনেকটা হেলিকপ্টার শটের মতো করে। ১০ মাস পর ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৪২ বছর বয়সি ধোনি খেললেন অপরাজিত ৩৭ রানের ইনিংস। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতা ধোনির ঝড়ের পরও তাদের হার ২০ রানে। ধোনির এমন ব্যাটিংয়ে দেখে অনেকের চাওয়া আরও উপরে ব্যাটিং করুক ধোনি। তবে মাইকেল ক্লার্ক মনে করেন, সঠিক জায়গাতেই ব্যাটিং করছেন তিনি।


স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে ধোনির ব্যাটিং পজিশন নিয়ে ক্লার্ক বলেন, ‘আমার মনে হয় না সে (ওপরে) খেলবে। আমি মনে করি সে যেখানে খেলছে সেখানেই থাকবে। আমি মনে করি প্রত্যেক এমএস ধোনি ভক্তই তাকে যথাসম্ভব ওপরে দেখতে চান। এমনকি আমরা সবাই তার ক্যারিয়ার জুড়ে বলেছি, তার উচিত ওপেনিংয়ে ব্যাটিং করা।’


promotional_ad

নিজের ক্যারিয়ার জুড়েই মিডল অর্ডারে ব্যটিং করেছেন ধোনি। এই পজিশনে ব্যাট করতে নেমে ভারতকে অসংখ্যবার ম্যাচ জেতানোর নজিরও রয়েছে তার। দলের প্রয়োজনে কখনও চার আবার কখনও পাঁচ নম্বরেও ব্যাটিং করেছেন ধোনি। যেখানে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে পাঁচে ব্যাটিং করেছিলেন।


যুবরাজ সিংয়ের আগে ব্যাটিংয়ে এসে সেদিন ৭৯ বলে ৯১ রানের ইনিংস খেলে দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। কিন্তু ক্যারিয়ারের শেষদিকে এসে ব্যাটিং নামেন আরও নিচের দিকে। আইপিএলে ফিনিশার হিসেবে খ্যাত ধোনি বর্তমানে খেলছেন সাত কিংবা ৮ নম্বরে। ক্লার্কের বিশ্বাস, দলের প্রয়োজন হলে ধোনি অবশ্যই ওপরের দিকে ব্যাটিং করবে।


অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘দেখুন, সে তার ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে সে নিজের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। আমি মনে করি না সে (টপ) অর্ডারে আসবে। তবে আমি মনে করি দল যদি এমন কোনো পরিস্থিতিতে থাকে, যখন সে অনুভব করবে তার ওপরে খেলতে হবে। আমি নিশ্চিত, সে দলের প্রয়োজনে যেটা ভালো সেটাই করবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball