promotional_ad

পিছিয়ে যাচ্ছে কলকাতা-রাজস্থানের ম্যাচ

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই ভারতে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এরই মধ্যে চলছে আইপিএলের মহাযজ্ঞ। আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে রাজস্থান রয়্যালসের। এই ম্যাচটিকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।


নির্বাচনের কারণে নয় এদিন সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব রাম নবমী পালিত হবে। এর মধ্যে ম্যাচটি পরবর্তী কোনো দিন আয়োজন করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। সম্ভব হলে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হতে পারে ম্যাচটি।


promotional_ad

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বোর্ডের পক্ষ থেকে ইতোমধ্যেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি), দুই ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারদের ভেন্যু বদলের বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে। মূলত নির্বাচনের ব্যস্ততার সঙ্গে রাম নবমী ও আইপিএলের ম্যাচে একসঙ্গে নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়বে।


এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কলকাতা পুলিশের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।


লোকসভা নির্বাচনের কারণে প্রাথমিকভাবে ২১ ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। এরপর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার পর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। আইপিএলের শীর্ষ এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, 'আমরা পুলিশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।'


এদিকে এবারের আইপিএলে টানা দুই ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরবাদকে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও জয় পেয়েছে তারা। আগামী ৩ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লড়বে শ্রেয়াস আইয়ারের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball