promotional_ad

মেজর লিগে টেক্সাসের হয়ে খেলবেন মিচেল, শেফার্ড নিউইয়র্কে

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

জুলাইয়ের ৪ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় আসর। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল সাজানোও শুরু করেছে ইতোমধ্যে। যেখানে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলকে দলে ভিড়িয়েছে টেক্সাস সুপার জায়ান্টস। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমআই মুম্বাই নিয়েছে রোমারিও শেফার্ডকে।


শুক্রবার থেকেই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর। যেখানে প্রথম দিনই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দলটির হয়ে খেলবেন কিউই ব্যাটার মিচেল। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিটির আরেক দলে নাম লেখালেন এই কিউই ব্যাটার। দলটির সঙ্গে যুক্ত হতে পেরে বেশ রোমাঞ্চিত তিনি।

মূলত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আইসিসির এই টুর্নামেন্ট শেষ হওয়ার মাত্র ৪ দিন পরই মাঠে গড়াবে এমএলসি। ফলে অনেকটা একই কন্ডিশনে খেলার ব্যাপার বেশ স্বস্তি দিচ্ছে মিচেলকে। সুপার কিংসের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এমনটাই জানিয়েছেন এই কিউই ব্যাটার।


তিনি বলেন, 'টেক্সাস সুপার কিংসের অংশ হতে পেরে এবং আবারও হলুদ (জার্সির) পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বিশ্বকাপের পর এমএলসি দুর্দান্ত হবে। কন্ডিশন প্রায় একই হওয়ার কথা। তাই আশাকরি আমরা বিভিন্ন কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারব।' 


promotional_ad

এদিকে এমএলসির বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার শেফার্ডকে। এবারের আইপিএলে অভিষেক হতে যাচ্ছে এই ক্যারাবিয়ান ক্রিকেটারের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন তিনি। এবার ফ্র্যাঞ্চাইজিটির আরেক দলেও নিজের নাম লেখালেন।


শেফার্ড সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জচার্সের হয়ে খেলেছিলেন। আসরে মাত্র চার ম্যাচ খেলেছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। যেখানে বল হাতে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৯০ রান এসেছিল তার ব্যাট থেকে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball