স্টার্ক-হ্যাজেলউডের দাপুটে বোলিংয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

ছবি: উইকেট প্রাপ্তির উল্লাসে ব্যস্ত অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

লক্ষ্য পূরণে তাদের ছাড়িয়ে যেতে হতো বাংলাদেশের রেকর্ড। ২০০৯ সালে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ২১৫ রান তাড়া করে ৬ উইকেটে ২১৭ রান করে জয় পায় এই মাঠে। সেটিই এখন পর্যন্ত সেন্ট জর্জসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ দলীয় রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার সেই রেকর্ডের ধারে-কাছেও যেতে পারেনি স্বাগতিকরা।
শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড
৬ জুলাই ২৫
সিরিজের প্রথম টেস্টে বার্বাডোজে ১৫৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা পাঁচটি টেস্ট সিরিজ জিতল অজিরা। এই অঞ্চলে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা ১৯৯১ সালে, স্যার ভিভ রিচার্ডসের নেতৃত্বে।
সেন্ট জর্জসে টেস্টের তৃতীয় দিন সাত উইকেটে ২২১ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। তাদের লিড ছিল ২৫৪ রানের। চতুর্থ দিন শুরুতেই ২২ রান যোগ করে শেষ তিনটি উইকেট হারায় সফরকারীরা। ক্যারিবীয় পেসার শামার জোসেফ নেন চার উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মধ্যাহ্ন বিরতির আগেই ৩৩ রানে ৪ উইকেট হারায় তারা। স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড ও বেউ ওয়েস্টার মিলে সাজঘরে ফেরান টপ অর্ডারের সবাইকে।

কিংয়ের ফিফটি, ক্যারিবিয়ানদের অল আউট করেও অস্বস্তিতে অস্ট্রেলিয়া
৫ জুলাই ২৫
রানের খাতা খোলার আগে জন ক্যাম্পবেলকে ইনিংসের দ্বিতীয় ওভারেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হ্যাজেলউড। স্টার্কের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে যান কেসি কার্টি (১০)।
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসেও মাত্র ৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। এটি তার ১০০তম টেস্ট হলেও ব্যাট হাতে কোনো ভূমিকা রাখতে পারেননি তিনি। ওয়েবস্টারের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন তিনি।
১৯ বলে ১৪ রান করা কিংকে বোল্ড করে মাঠছাড়া করেন কামিন্স। অধিনায়ক রস্টন চেজ ও শাই হোপ মিলে ৩৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে সেই জুটি ভাঙার পর দ্রুত ধ্বস নামে। ২৫ বলে ১৭ রান করা হোপকে কট এন্ড বোল্ড করেন হ্যাজেলউড।
৪১ বলে ৩৪ রান করা চেজকে এলবিডব্লিউ করেন স্টার্ক। একশ'র আগে ফিরে যান দুই রান করা জাস্টিন গ্রেভসও। চেজের মত তাকেও এলবিডব্লিউ করেন স্টার্ক। শেষ দিকে নাথান লায়ন তিনটি উইকেট নিলে ম্যাচ চা বিরতির আগেই শেষ হয়ে যায়।
ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি, যিনি দুই ইনিংস মিলিয়ে ৯৩ রান করেন। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১২ জুলাই, ভেন্যু জ্যামাইকার স্যাবাইনা পার্কে। এটি হবে ওয়েস্ট ইন্ডিজে প্রথম দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট।