বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এবার জানা গেল, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসবে ভারতও। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল ইসলাম নাদেল।
বিসিবির নারী উইংসের চেয়ারম্যান অবশ্য সিরিজটির ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারেননি। কেননা সিরিজটি শুধু টি-টোয়েন্টির না হয়ে পুর্ণাঙ্গও (ওয়ানডে সিরিজসহ) হতে পারে। তবে শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত করে জানাবে বিসিবি।

নাদেল বলেন, 'ভারত আসবে। তারা বিশ্বকাপের আগেই আসবে। আমাদের এখানে তারা একটি সিরিজ খেলবে। সেটা পুর্ণাঙ্গ কিনা এখনও জানানো হয়নি। আমরা জানিয়ে দিবো। ভেন্যু এবং কতগুলো ম্যাচ হবে আমরা জানিয়ে দেব।'
এর আগে গত বছরের জুলাইতে বাংলাদেশে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে আসে ভারত। ঘরের মাঠে ভারতকে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে (বাংলাদেশের বোলারদের নৈপুণ্যে আরেকটি ম্যাচ টাই হয়েছিল) নিগার সুলতানা জ্যোতির দল।
এদিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এরই মাঝে বাংলাদেশে চলে এসেছে অস্ট্রেলিয়া। এরই মাঝে একটি ওয়ানডে খেলছে দল দুটি। যেখানে বাংলাদেশ হেরেছে ১১৮ রানের বিশাল ব্যবধানে।
এবারই প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে আসে অস্ট্রেলিয়ার নারীরা। ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সেবার এসেছিল এলিস পেরিরা। এবার ১০ বছর পর আবারও এলো তারা।