আইপিএলে থাকছে না স্টপ ক্লক, এক ওভারে দেয়া যাবে দুই বাউন্সার

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
আর মাত্র একদিন পরই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতে কদিন পরেই অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। মূলত এ কারণেই আপাতত ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
এবার তারা প্লেয়িং কন্ডিশনসও জানিয়ে দিয়েছে। এবারের আইপিএলে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। সেই সঙ্গে আইসিসির বেধে দেয়া বেশ কিছু নিয়ম থাকছে না বিলিয়ন ডলার এই লিগে। আইপিএলের আগের আসরগুলোতে একজন পেসার একাধিক বাউন্সার দিতে পারতেন না। তবে এবারের আসরে প্রতি ওভারে দুটি করে বাউন্সার দিতে পারবেন পেসাররা।

এই নিয়মটি চলতি বছরেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমবার শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আর সেই নিয়ম এবার আইপিএলেও যুক্ত করেছে আইপিএলের আয়োজকরা। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ একটি বাউন্সার করার নিয়ম রয়েছে।
এই নিয়মের ফলে পেসাররা বাড়তি সুবিধা পাবেন টুর্নামেন্টে। সেই সঙ্গে ব্যাটারদের সঙ্গে বোলারদের সামঞ্জস্য রাখতেও বড় ভূমিকা রাখতে পারে আইপিএলের এই নিয়ম। এদিকে স্টাম্পিংয়ের ক্ষেত্রে ফিল্ডিং দলের আবেদনের প্রেক্ষিতে শুধু স্টাম্পিংয়ের রিভিউ দেখার নিয়ম চালু করেছে আইসিসি।
এ ক্ষেত্রে এখন থেকে ক্যাচের জন্য আলাদাভাবে রিভিউ নিতে হয় দলগুলো। আগে একটি আবেদনের ক্ষেত্রে দুটি আউটই পরীক্ষা করতেন থার্ড আম্পায়ার। তবে আইপিএলে আগের নিয়মই চালু থাকছে। ফলে স্টাম্পিং বা কট বিহাইন্ডের আবেদন করলেও থার্ড আম্পায়ার দুটি আউটই পরীক্ষা করে নিজের সিদ্ধান্ত জানাবেন।
আগের আসরগুলোর মতো প্রতি ইনিংসে দলগুলো দুটি করে রিভিউ নিতে পারবে। আগের মতো নো বল এবং ওয়াইডের জন্যও রিভিউ ব্যবহার করতে পারবে দলগুলো। এদিকে সাদা বলের ক্রিকেটে স্টপ ক্লকের নিয়ম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চালু করবে আইসিসি। এবারের আইপিএলে থাকছে না সেই নিয়মও।