promotional_ad

প্রথম টেস্টে শরিফুলকে নিয়ে শঙ্কা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পিঠের চোটে পড়েছিলেন শরিফুল ইসলাম। সিরিজ শেষেও এই পিঠের ব্যথা ভোগাচ্ছে তাকে। এর ফলে লঙ্কানদের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


বৃহস্পতিবার টেস্ট দলের ক্রিকেটাররা সিলেটে ঘাম ঝরিয়েছেন। সেখানে দেখা যায়নি শরিফুলকে। ওয়ানডে সিরিজ শেষে তিনি চট্টগ্রাম থেকে সোজা ঢাকায় ফিরেছিলেন। এরপর তার স্ক্যান করানো হয়েছিল। স্ক্যানে কোনো চোট ধরা পড়েনি তার।


promotional_ad

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাতি পেসার। শরিফুলের শারীরিক অবস্থা জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন শরিফুলের টেস্ট খেলা, না খেলার বিষয়টি তারা টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন।


এ প্রসঙ্গে তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, 'শরিফুলের পিঠের স্ক্যান করানো হয়েছে। আমরা বড় কোন সমস্যা পাইনি। সে দলের সঙ্গে যোগ দিয়েছে, কিন্তু ম্যাচ খেলা না খেলানোর সিদ্ধান্ত ম্যানেজমেন্টের ওপর।'


শরিফুল তিন ফরম্যাটেই বাংলাদেশের নিয়মিত ক্রিকেটার। গত অক্টোবর থেকেই টানা খেলার মধ্যে তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে তিনি ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন। এরপর তিনি লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও খেলেছেন।


যদিও টেস্ট সিরিজে মাঠে নামার আগেই হোঁচট খেলেন এই পেসার। সাদা পোশাকে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল। ৯ টেস্টে ২০ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। শরিফুল না থাকলে বড় সমস্যায় পড়তে পারে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball