promotional_ad

টেস্ট দলে মুশফিকের বদলি হৃদয়

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার বিকল্প হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয়। এই বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


এরই মধ্যে ৩০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেললেও টেস্টে খেলা হয়নি তার। যদিও প্রথম শ্রেনির ক্রিকেটে ১৪ ম্যাচে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান এসেছে তার ব্যাট থেকে। সাদা পোশাকে খুব বেশি অভিজ্ঞ না হলেও সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন হৃদয়।


promotional_ad

মুশফিকের বিকল্প ঠিক করতে বুধবার বিসিবির কার্যালয়ে আলোচনায় বসেছিলেন নির্বাচকরা। সেখানেই হৃদয়কে দলে যোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই হৃদয় সিলেটে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন।


টি-টোয়েন্টি সিরিজ শ্রীলঙ্কা জিতলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার দুই দলই সাদা পোশাকে লড়াইয়ের অপেক্ষায় আছে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।


এরপর ৩০ মার্চ সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ২৪টি টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে লঙ্কানরাই জিতেছে ১৮টিতে। ৫টি টেস্ট ড্র হয়েছে। আর একটি ম্যাচে মাত্র জিতেছে বাংলাদেশ।


প্রথম টেস্টের বাংলাদেশ দল:


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহিদ হৃদয়, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball