promotional_ad

আরও একজন ভালো কোচের আশায় তাসকিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব: তাসকিন

২৮ জুন ২৫
বিমানবন্দরে তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

আরও এক বছর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার প্রস্তাব ছিল অ্যালান ডোনাল্ডের সামনে। তবে বোর্ড কর্তার কাছে কটাক্ষের স্বীকার হওয়ার পাশাপাশি পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশকে বিদায় বলেছেন তিনি। সদ্য বিদায়ী এই কোচকে শুভ কামনা জানিয়েছেন তাসকিন আহমেদ। সেই সঙ্গে নতুন আরও একজন ভালো কোচের আশায় থাকছেন তিনি।


২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। সাউথ আফ্রিকার সাবেক এই পেসারের অধীনে উন্নতি চোখে পড়েছে শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাসকিন এবং মুস্তাফিজুর রহমানদের। একাদশে গুরুত্বও বেড়েছে পেসারদের। বিশ্বকাপের আগ পর্যন্ত পেসাররা যেভাবে পারফর্ম করেছেন সেটার কৃতিত্ব পেতেই পারেন ডোনাল্ড।


promotional_ad

সাউথ আফ্রিকার এই পেসার চলে যাওয়ায় নতুন কাউকে খুঁজতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ভালো সম্পর্ক তৈরি হলেও ডোনাল্ডের চলে যাওয়াকে পেশাদার হিসেবে দেখছেন তাসকিন। ডোনাল্ডের সঙ্গে কাজ করা উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।


তাসকিন বলেন, ‘সে অসাধারণভাবে আমাদের পেস বোলিং গ্রুপকে টেইক কেয়ার করতো। ভালো হোক বা খারাপ হোক, সবসময় পাশে থাকতো। মোটিভেট করতো আর ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি উনার সাথে কাজ করে। সে (ডোনাল্ড) চলে গেল, এটাই পেশাদার জীবন। সব কোচই দুই বছর, চার বছর পর চলে যাবে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা থাকল। ভবিষ্যতে আরও একজন ভালো বোলিং কোচের আশা করছি।’


নিজেদের মাঝে কথা বলার জন্য পেসারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন ডোনাল্ড। অনেকেই এমনটা করে থাকেন। চাকরি ছাড়লে অবশ্য এসব গ্রুপের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। ডোনাল্ড অবশ্য গ্রুপটাকে বাঁচিয়ে রাখতে চান। হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপটি ডিলিট করতে চান না সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। তাসকিনরা চাইলেই যেন যোগাযোগ করতে পারেন সেই দরজা খোলা রাখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।


সেই সঙ্গে তাসকিন, ইবাদতদের কাজ করার সুযোগ দেয়ায় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন ডোনাল্ড। ভয়েস বার্তায় তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনই এখান থেকে নিজেকে ডিলিট করব না। কথা বলার জন্য, আলোচনার জন্য গ্রুপটা আমি সবসময় খোলা রাখব।’


‘তাদের কেউ যদি কথা বলতে চায়, গ্রুপে চ্যাট করতে চায় করতে পারবে। এটা যেকোনো সময়ই হোক না কেন কোনো সমস্যা নেই। তারা শুধু পেস বোলিং গ্রুপই না তারা সবাই আমার খুব ভালো বন্ধু। তাদের সঙ্গে কাজ করাটা ভালো লাগার। আমি এখানে কাজ না করলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি শুধু এটুকুই বলতে পারি। আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball