promotional_ad

আফ্রিদি-হারিসদের নিয়ে ভারতকে সতর্ক করলেন হেইডেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি

৩ জুলাই ২৫
বাবর আজম ও রোহিত শর্মা, আইসিসি

এশিয়া কাপ শুরু হয়েছে তবে সব উত্তেজনা জমে আছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। পাকিস্তান এরই মধ্যে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে। আর শনিবার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শুরু করবে রোহিত শর্মা দল।


এই ম্যাচের আগে ভারতকে সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেইডেন। এক সময়ের এই মারকুটে ব্যাটার মনে করেন ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহকে সামাল দেয়া। পাল্লেকেলের পেস বান্ধব উইকেটে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বলে ধারণা করছেন হেইডেন।


promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেন, 'পাকিস্তানের পেস ত্রয়ীর বিপক্ষে খেলতে হবে ভারতকে। আমি বলবো এটা বিশ্বের সবচেয়ে ঝাঁঝালো লড়াইগুলোর মধ্যে একটি। আমাদের শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম আছে। তারা প্রত্যেকেই ভিন্ন রকমের বোলার এবং তাদের মতো অনন্য বোলারদের বিপক্ষে খেলতে হলে ভারতের অনন্য পরিকল্পনার প্রয়োজন।'


আরো পড়ুন

ইংল্যান্ডকে পেস আগুনে পুড়িয়ে এজবাস্টনে ভারতের ইতিহাস

১২ ঘন্টা আগে
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন পেসার আকাশ দীপ

ক্যান্ডিতে আফ্রিদি-নাসিমদের চেয়ে রউফকেই খানিকটা এগিয়ে রাখছেন হেইডেন। পাকিস্তানি এই পেসারকে নিয়ে তিনি বলেন, 'প্রথমত ক্যান্ডিতে এখনকার কন্ডিশনে প্রচুর বাউন্স থাকবে। তাই আপনাকে এটার জন্য প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে হারিস রউফকে খেলার জন্য। সে দ্রুতই উইকেট নিতে চাইবে এবং স্টাম্পের উপরের দিকে আঘাত করতে চাইবে।'


আফ্রিদির কথা বলতে গিয়ে হেইডেনের মনে পড়ে গেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ এক ইয়র্কারে রোহিত শর্মাকে এলবিডব্লিউ করার কথা। আফ্রিদির পার্ফেক্ট এক ইয়র্কারে ব্যাটই চালাতে পারেননি সেবার রোহিত। এবারও তাকে নিয়ে পরিকল্পনা তৈরি রাখার পরামর্শ দিয়েছেন হেইডেন।


তার ভাষ্য, 'শাহীনকে আপনার দেখেশুনে খেলতে হবে। মনে রাখতে হবে বিশ্বকাপে (টি-টোয়েন্টি) শুরুতেই সে উইকেট নিয়েছে। অধিনায়ক রোহিত শর্মাকে সে বলটি করেছিল সেটা আমি কখনই ভুলব না। তাই শাহীনের বিরুদ্ধে কিছুটা সতর্ক থাকতে হবে তাদের। যদি শুরু থেকে উইকেটে সুইং থাকে তাহলে শুরুর তিন ওভার তাদের দেখে খেলতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball