‘সবাই কোহলির জন্য বিশ্বকাপ জিততে চাইবে’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পছন্দের দল হারে জেনেও ফাইনালে শেবাগের সমর্থন বেঙ্গালুরুতে

৩ জুন ২৫
আইপিএলের ফাইনালের আগে ট্রফির সঙ্গে শ্রেয়াস আইয়ার ও রজত পাতিদারের ফটোসেশন, বিসিসিআই

শেষ বিশ্বকাপ হওয়ায় ২০১১ সালের শচীন টেন্ডুলকারের জন্য দলের সবাই বিশ্বকাপ জিততে চেয়েছিলেন। বিশ্বকাপ জিতেই শেষ পর্যন্ত ব্যাটিং গ্রেটকে বিদায় দিয়েছিল ভারত। বিরাট কোহলির জন্যও এমন কিছু করতে দেখতে চান বীরেন্দর শেবাগ। ভারতের সাবেক এই ব্যাটার মনে করেন, সবাই কোহলির জন্য বিশ্বকাপ জিততে চাইবে।


নিজের ব্যাটিংয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন শচীন। অভিষেকের পর পাঁচটি বিশ্বকাপ খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। অবশেষে নিজের শেষ বিশ্বকাপে এসে ট্রফি ছুঁয়ে দেখেন ১০০ সেঞ্চুরি করা এই ব্যাটার। সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল।


promotional_ad

শচীনকে বিদায় নিতে সবাই প্রত্যয়ী ছিলেন বলে জানিয়েছেন সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য শেবাগ। সেই দলে ছিলেন কোহলিও। তবে তখনও বয়সে একেবারে তরুণ। ভারতের হয়ে সবশেষ ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন কোহলি।


আরো পড়ুন

৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি

৯ জুলাই ২৫
রবীন্দ্র জাদেজার সঙ্গে আলাপচারিতায় কোহলি, ফাইল ফটো

এরপর ভারতও আর কোনো শিরোপা জিততে পারেননি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালের বেশি যেতে পারেনি ভারত। এদিকে নিজের ব্যাটিং শৈল্পিকতা দিয়ে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নিয়েছেন কোহলি, হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারও। পরের বিশ্বকাপে কোহলি খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই।


তাই তো কোহলির জন্য সবাই এবার ঘরের মাঠে বিশ্বকাপ জিততে চাইবে। শেবাগ মনে করেন, কোহলিও এমন কিছুর অপেক্ষায় আছেন। ভারতের সাবেক এই ব্যাটারের বিশ্বাস কোহলি এবারের আসরে অনেক রান করবে এবং বিশ্বকাপ জেতাতে সেরাটা দেবে।


শেবাগ বলেন, ‘আমরা ওই বিশ্বকাপটি (২০১১) টেন্ডুলকারের জন্য খেলেছিলাম। আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে শচিনের জন্য দারুণ এক বিদায় হবে (এই ভাবনা ছিল সবার)। বিরাট কোহলিও এখন একই। সবাই তার জন্য বিশ্বকাপ জিততে চাইবে। সে সবসময়ই শতভাগের বেশি দেয়।’


‘আমার মনে হয়, বিরাট কোহলিও এই বিশ্বকাপের অপেক্ষায় আছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ মানুষ আপনাকে দেখবে। বিরাট জানে, এই পিচ কেমন আচরণ করবে। আমি নিশ্চিত সে অনেক রান করবে এবং ভারতকে বিশ্বকাপ জেতাতে সেরাটা দেবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball