ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

ছবি: লর্ডসে একাই ৫ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ

হাতে সেলাই করা হওয়া ডিউক বল থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। ডিউক বলের সিম সাধারণত খাড়া হয়। এ ছাড়া অনেক শক্ত থাকে ও ঔজ্জ্বল্য থাকে লম্বা সময়। এজন্য পেসাররা অনেকটা সময় জুড়েই সুইং পেয়ে থাকেন। এসজি বল সাধারণত ৩৫-৪০ ওভার পরই নরম হয়ে যায়। ইংল্যান্ডের পেস কন্ডিশনের কথা মাথায় রেখে তারাও ডিউক বলই ব্যবহার করে আসছে। লম্বা সময় সুইং থাকার কথা থাকলেও লর্ডসে এমন কিছু হচ্ছে না একদমই।
সেঞ্চুরির পর ফিল্ডিংয়ে রুটের কীর্তি, বুমরাহর পাঁচের পর রাহুলের দৃঢ়তা
৯ ঘন্টা আগে
বল দ্রুতই নরম হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের সকালে ১০৩. ওভার পরই নতুন বল বদলাতে হয়। যা নিয়ে তখনই অসন্তুষ্টি প্রকাশ করে ভারত। সকালের শুরুতে বল হাতে নিয়েই ইংল্যান্ডকে চেপে ধরে ভারতীয় পেসাররা। দারুণ সুইংয়ে ইংলিশ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিলেও বল পরিবর্তনের পরই দৃশ্যপট বদলে যায়। বল পরিবর্তনের ফলে কার্যকারিতা নষ্ট হয়েছে বলে জানাচ্ছে ক্রিকইনফো।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, পুরনো বলে ১.৮৬৯ ডিগ্রি সুইং ছিল অথচ বদলে দেয়া বলের সুইং ছিল ০.৮৫৫ ডিগ্রি। সিমের ক্ষেত্রে অবশ্য পুরনো বলেই বেশি ছিল। আগের বলে জো রুট, হ্যারি ব্রুকরা সকালে ধুঁকলেও পরবর্তীতে ভারতীয় পেসারদের দারুণ কঠিন পরীক্ষা নিয়েছেন জেমি স্মিথ ও ব্রাইডন কার্স। এখানেই শেষ নয়। বদলে নেয়া বলটিও পরিবর্তন করা হয় ৮ ওভার পরই। ডিউক বল ইস্যুতে সুনীল গাভাস্কার, নাসের হুসেইন, স্টুয়ার্ট ব্রডরা কথা বললেও এসবে জড়াতে চান না বুমরাহ।
দ্রাবিড়কে ছাড়িয়ে স্মিথকে ছুঁলেন রুট
১১ জুলাই ২৫
দ্বিতীয় দিনের খেলা শেষে এ প্রসঙ্গে ভারতীয় পেসার বলেন, ‘বল পরিবর্তন হয়। আমি এটা নিয়ন্ত্রণ করতে পারব না। এটার জন্য আমি টাকা হারাতে চাই না কারণ আমি কঠিন পরিশ্রম করি এবং অনেত ওভার খেলি। সুতরাং আমি কোন প্রকার বিতর্কিত মন্তব্য করতে চাই না এবং ম্যাচ ফি কেটে নিক সেটাও চাই না।’
‘আমাদেরকে যে বলটা দেয়া হয়েছে আমরা ওইটা দিয়েই বোলিং করেছি। এভাবেই আসলে চলে। আমরা এটা পরিবর্তন করতে পারব না। এটা নিয়ে আমরা লড়াইও করতে পারব না। কখনো কখনো এটা আপনার পক্ষে যায়। আবার কখনো কখনো আপনি খুবই বাজে বল পাবেন। এটাই সত্য কথা।’
লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রুটের সেঞ্চুরি এবং স্মিথ ও কার্সের হাফ সেঞ্চুরিতে ৩৮৭ রান করেছে ইংল্যান্ড। ভারতের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। লোকেশ রাহুল ৫৩ এবং পান্ত ১৯ রান নিয়ে তৃতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন।