আঙ্গুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ শেষ সাকিবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আঙ্গুলের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন সাকিব আল হাসান। অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। এমনকি ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টেও তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। চেমসফোর্ডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব।


promotional_ad

মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তবে ব্যথা না কমায় সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারছেন না।


এই ব্যাপারে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, 'এক্স রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।'


সিরিজের দুই ওয়ানডেতে এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ২০ রান করে আউট হয়েছেন। ওই ম্যাচে বোলিংয়ে আসার বৃষ্টি নামে।


পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কাল করেছেন ২৬ রান। বল হাতে ছিলেন উইকেটশূন্য। যদিও ম্যাচটি বাংলাদেশ ৩ উইকেটে জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।


এদিকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকলে জুনে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে নাও খেলা হতে পারে সাকিবের। জুনের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টেস্টটি। এরপর ঈদের বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball