নিউজিল্যান্ডের কোচ হিসেবে আর থাকছেন না স্টেড

আন্তর্জাতিক
নিউজিল্যান্ডের কোচ হিসেবে আর থাকছেন না স্টেড
গ্যারি স্টেড, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টেড চলতি মাসের শেষে দায়িত্ব ছাড়ছেন। গত এপ্রিলের শুরুতে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন জানিয়েছিলেন, টেস্ট দলের কোচ হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এখন জানা গেছে, চুক্তির মেয়াদ পূর্ণ করে তিন সংস্করণেই কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ড দলের দায়িত্ব নেন স্টেড। তার সাত বছরের মেয়াদে নিউজিল্যান্ড একাধিক বড় অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ২০২১ সালে ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, যা ২০০০ সালের পর দেশটির প্রথম বৈশ্বিক শিরোপা।

বিদায়ী বক্তব্যে স্টেড বলেন, ‘গত সাত বছরে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে। দলের প্রতিটি সদস্য দেশের জন্য, একে অপরের জন্য এবং ভক্তদের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সব সংস্করণে প্রতিযোগিতামূলক হওয়াটা বড় ব্যাপার ছিল। ফল যাই হোক, আমরা এমন একটি দল হয়ে উঠেছিলাম, যারা সহজে হার মানে না।’

স্টেডের অধীনে তিনটি বিশ্বকাপ ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সর্বশেষ ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে জায়গা করে নেয় ব্ল্যাকক্যাপরা। যদিও একটি ফাইনালেও জয় আসেনি, তবে ধারাবাহিকভাবে শীর্ষ পর্যায়ে খেলে গেছে দলটি।

সাম্প্রতিক সফলতার মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৩ সালে ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। এ ছাড়া ২০২২ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড।

শুরুতে টেস্ট দলের কোচ হিসেবে থাকতে আগ্রহী ছিলেন স্টেড। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) তিন সংস্করণের জন্য একক একজন কোচ নিয়োগের পরিকল্পনা নেয়ায়, তিনিও পুরোপুরি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: গ্যারি স্টেড