কোহলির শিরোপা জয়ে যৌবন পূর্ণ করল আইপিএল

ফ্র্যাঞ্চাইজি লিগ
কোহলির শিরোপা জয়ে যৌবন পূর্ণ করল আইপিএল
ফাইনালে দলের সর্বোচ্চ ৪৩ রান করেন বিরাট কোহলি, আইপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দেখতে দেখতে ১৮ বছর! আইপিএলের প্রথম ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের ফাইনালসহ ২৬৮ টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি চারের মার- সবই বেঙ্গালুরুর পোশাকে করেছেন কোহলি। তবে শিরোপাটা এতদিন অধরা ছিল। আইপিএলের এটি ১৮তম আসর। এই আসরেই সেই অমরত্ব পেলেন কোহলি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জিতে ১৮তম আসরে আইপিএলের 'যৌবন' যেন পূরণ করলেন ১৮ নাম্বার জার্সি পরা কোহলি!

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পাঞ্জাবকে ১৯১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় বেঙ্গালুরু। শুরু থেকে মোটামুটি ঝড়ো গতিতেই ব্যাটিং করে বেঙ্গালুরু। আবার নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে দলটি।

ফিল সল্ট আউট হন ৯ বলে ১৬ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই। কাইল জেমিসনের সঙ্গে বৃত্তের সামান্য বাইরে শ্রেয়াস আইয়ারকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর ১৮ বলে ২৪ রান করে ফিরে যান মায়াঙ্ক আগারওয়াল। যুবেন্দ্র চাহালের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন তিনি।

দল একশ রানে পৌঁছানোর আগে ফিরে যান রজত পাতিদারও। ১৬ বলে ২৬ রান করে জেমিসনের বলে এলবিডব্লিউ হন তিনি। দল যখন ১৩১ রানে তখন ফিরে যান বিরাট কোহলি। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন কোহলি। তিনটি চারে এই রান করতে ৩৫ বল খেলেন তিনি।

এরপর ১৫ বলে ২৫ রান করা লিয়াম লিভিংস্টোনকেও এলবিডব্লিউ করেন জেমিসন। শেষদিকে জিতেশ শর্মা ১০ বলে ২৪ রান এবং রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রান করলে দুইশর কাছাকাছি পৌঁছায় দলটি। বেঙ্গালুরুর হয়ে তিনটি করে উইকেট নেন আর্শদিপ সিং ও কাইল জেমিসন। আর্শদিপ শেষ ওভারেই নেন তিনটি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রানের ওপেনিং জুটি পেলেও একশ রানের আগে মোট চার উইকেট হারায় পাঞ্জাব কিংস। প্রিয়ানশ আরিয়া ১৯ বলে ২৪, প্রভসিমরান সিং ২২ বলে ২৬, আইয়ার দুই বলে এক, জস ইংলিশ ২৩ বলে ৩৯ রানে ফিরে যান।

বেঙ্গালুরুর হয়ে মাঝের ওভারগুলোতে চার ওভার বোলিং করে প্রভসিমরান ও ইংলিশের উইকেট নিয়ে দলটিকে ম্যাচে ফেরান ক্রুনাল পান্ডিয়া। ভুবনেশ্বর কুমার ৩৮ রান খরচা করে ফেরান ১৮ বলে ১৫ রান করা নেহাল ওয়াধেরা এবং দুই বলে ছয় রান করা মার্কাস স্টইনিসকে।

তিন ওভারে মাত্র ১৮ রান খরচা করে আজমতউল্লাহ ওমরজাইয়ের উইকেট নেন ইয়াশ দয়াল। শেষদিকে শশাঙ্ক সিং ৩০ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। সাত উইকেটে ১৮৪ রানে থামে পাঞ্জাব। ছয় রানের জন্য শিরোপাবঞ্চিত হয় দলটি।

আরো পড়ুন: বিরাট কোহলি