উইলিয়ামসন-আসিফকে পেছনে ফেলে মাসসেরা সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব

৭ ঘন্টা আগে
ম্যাক্স-সিক্সটিতে মায়ামি ব্লেজের অধিনায়ক সাকিব আল হাসান, ফেসবুক।

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মার্চের সেরা হয়েছেন সাকিব আল হাসান। এই লড়াইয়ে পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় সাকিব ছাড়াও ছিলেন কেন উইলিয়ামসন ও আসিফ খান। তাদের পেছনে ফেলে মার্চের সেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার।


ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে বড় অবদান রেখেছেন সাকিব। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩৫ রান খরচায় নেন ৪ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি।


promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে গেলেও ২ হাফ সেঞ্চুরিতে সাকিব ১৪১ রান করেছিলেন। বল হাতে সিরিজ জুড়ে নিয়েছিলেন ৬ উইকেট। এরপর টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করাতেও বড় ভূমিকা ছিল সাকিবের।


আরো পড়ুন

বাংলাদেশকে কাঁপিয়ে আইসিসির মাসসেরা ওয়াসিম

৮ জুন ২৫
মোহাম্মদ ওয়াসিম, আইসিসি

প্রথম ম্যাচে ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাকি দুই ম্যাচে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৯৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৭ রান। পরের ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাননি সাকিব।


ওয়ানডে সিরিজে বল হাতে একটি মাত্র উইকেট নিয়েছিলেন তিনি। বাকি দুই ম্যাচে বোলিংই করেননি এই বাঁহাতি স্পিনার। এরপর প্রথম টি-টোয়েন্টিতে ২০ রানে অপরাজিত ছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৩৮ রানের সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। মূলত এমন পারফরম্যান্সের পর তার মাস সেরা হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।


এর আগে ২০২১ সালের জুলাইয়েও প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন সাকিব। এরপর একই বছর অক্টোবরেও প্লেয়ার অব দ্য মান্থের দৌড়ে ছিলেন তিনি। তবে জিততে পারেননি। এদিকে মেয়েদের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন হেনরিয়েট ইশিমউই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball