১০-১৫ বছরের পরিশ্রমের সুফল পাচ্ছি: সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার

১৮ জুন ২৫
ভারতের অনুশীলন জার্সিতে সূর্যকুমার যাদব

চলতি বছর স্বপ্নের মতো ফর্ম কাটাচ্ছেন সূর্যকুমার যাদব। দারুণ বিশ্বকাপ কাটানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন এই ব্যাটার। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। গত ১০-১৫ বছর যে পরিশ্রম করেছেন, এমন পারফরম্যান্স তারই ফল বলে মনে করেন সূর্যকুমার।


প্রতিপক্ষকে যেন নিজের তাপে পুড়াচ্ছেন সূর্য! সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলারদের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম সূর্যকুমার। শুধুই বিশ্বকাপ নয়, চলতি বছর টি-টোয়েন্টিতে বেশ ধারবাহিক তার ব্যাট। ইতোমধ্যেই এক পঞ্জিকা বর্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেটাও আবার দেড়শোর বেশি স্ট্রাইকরেটে।


promotional_ad

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ২৩৯ রান করেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকরেটে বেশ এগিয়ে ছিলেন তিনি। আসরে স্ট্রাইকরেটের বিচারে তার ধারে-কাছেও ছিলো না আর কেউ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৯০ স্ট্রাইকরেটে।


আরো পড়ুন

এসিসির সভায় অবশেষে যোগ দিচ্ছে ভারত

১১ মিনিট আগে
বিসিসিআইয়ের কর্মকর্তারা এক সঙ্গে

সূর্যকুমার বলেন, 'গত ১০-১৫ বছর ধরে আমি যে কঠিন পরিশ্রম করেছি, আমার পরিবার এবং আমি যা কিছু ত্যাগ করেছি, এখন তারই ফল পাচ্ছি। আমি এখন শুধুই উপভোগ করছি এবং এখানে আসতে পেরে আমি খুবই খুশি।'


কয়েক দিন আগেই সূর্যকুমার জানিয়েছিলেন তিনি নেটে কোনো ব্যাটিং অনুশীলন করেন না। নির্ধারিত অনুশীলনের সময় তিনি হয়তো জিম করেন অথবা ছুটিতে থাকেন। তবে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে  ঠিকই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নেটে কাজ করেন তিনি।


সূর্যকুমার বলেন, 'কানপুর টেস্ট চলাকালে আমি নেটে ব্যাটিং করেছি এবং তখন দ্রাবিড় বলেছিল, 'তুমি খুবই ভালো করছো, শুধুই কিছু শট কমাতে হবে এবং বাকিটা নিজের মতো খেলতে হবে।' দিনশেষে এই ফরম্যাটও রানের খেলা। সে আমাকে বলেছিল যে, স্বাভাবিক খেলাটা খেলো এবং উপভোগ করো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball