‘লিটনের উইকেট কোহলি-রুট-স্মিথদের উইকেটের মতোই মূল্যবান’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ

২২ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন মধ্যাহ্নভোজ বিরতির ঠিক ৬ মিনিট আগে আউট হয়ে যান লিটন দাস। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনকে বিরাট কোহলি বা জো রুট বা স্টিভ স্মিথদের মতো বিশ্বসেরাদের কাতারে বিবেচনা করার কারণে তার সেই সময়ে আউট হওয়া মেনে নিতে পারেননি রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের ১৮৮ রানের হারের অন্যতম কারণ হিসেবে লিটনের অসময়ে চলে যাওয়াকে দায়ী করছেন বাংলাদেশের হেড কোচ।


৫১৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসের শুরুতে দেখেশুনে শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে স্বাগতিকরা। কিন্তু ১৩১ রানের মধ্যেই নাজমুল হোসেন শান্ত (৬৭) ও ইয়াসির আলী রাব্বির (৫) উইকেট হারায় তারা।


promotional_ad

এরপর জাকির হাসান ও লিটন দাসের ঘাড়েই ছিল বিপর্যয় সামলানোর দায়িত্ব। লিটনকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের রান বাড়ানোর দায়িত্ব নেন জাকির। জাকির-লিটনের ৪২ রানের জুটি ভাঙেন কুলদিপ যাদব।


আরো পড়ুন

এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান

৮ ঘন্টা আগে
ফাইল ছবি

কুলদিপের বলে লং অনে মারতে গিয়ে ব্যাটে-বলে এক করতে পারেননি লিটন। ফলে উমেশ যাদব সহজ ক্যাচে তার বিদায় নিশ্চিত করেন। ফেরার আগে ৫৯ বলে ১৯ রান করেন লিটন, যা ছিল মধ্যাহ্নভোজ বিরতির একদম আগমুহূর্তে।


ম্যাচ শেষে এই উইকেটের আফসোস করতে গিয়ে ডমিঙ্গো বলেন, 'লিটনের আউট নিয়ে আমি খুবই হতাশ। বিশেষ করে যে সময়ে সে আউট হয়েছে। চা বিরতির মাত্র ৬ মিনিট আগে। সে দারুণ একজন খেলোয়াড়। আমি নিশ্চিত, সে নিজেও এটায় হতাশ হয়েছে। বিরাট (কোহলি), রুট, স্মিথ অথবা ল্যাবুশেন চা বিরতির ঠিক ৬ মিনিট আগে উইকেট দেবে, এটা মেনে নেয়া যায় না। লিটন আমাদের কাছে ওরকমই একজন।'


'আমরা লড়াই করতে চেয়েছি। ভারত অবশ্যই ভালো দল, তবে ব্যাটিংয়ে বাজে সিদ্ধান্তগুলো ম্যাচে আমাদের সম্ভাবনা কমিয়ে দিয়েছে। চারশ রান অনেক! তবে এটা চট্টগ্রামে করতে পারা যায়। ব্যাটারদের শট নির্বাচন করতে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, যা হতাশার।'


লিটনের বিদায়ের পর সেভাবে নিজেদের ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অভিষেক টেস্টে জাকির সেঞ্চুরি করলেও পঞ্চম দিন সকালে ৩২৪ রানে অল আউট হয় বাংলাদেশ। ম্যাচটি হেরে সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে যায় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball