কেউ ট্রিপল সেঞ্চুরি করলে জিততে পারে বাংলাদেশ: কুলদীপ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলতে চায়নি ভারত
২৮ মার্চ ২৫
চট্টগ্রাম টেস্টে জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৪৭১ রান, দশ উইকেট হাতে নিয়ে সময় আছে দুদিন। অন্যদিকে এই শেষ দুইদিনে ভারতের প্রয়োজন দশ উইকেট। এমন সমীকরণ থেকে ম্যাচে ফলাফল আসার সম্ভাবনাই বেশি, আর সেক্ষেত্রে ভারতই বেশ খানিকটা এগিয়ে। তবে এই ম্যাচের বাংলাদেশের জয়ের সম্ভবনা কতটুকু, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই রাখা হয়েছিল কুলদীপ যাদবের কাছে। জবাবে তিনি বলেছেন, বাংলাদেশের কোনো ব্যাটার যদি ট্রিপল সেঞ্চুরি করতে পারেন তাহলে বাংলাদেশেরও জয় সম্ভব।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জয়ের জন্য ৫১৩ রান তাড়ায় শেষ বিকেলে সাবধানী শুরু করলেন শান্ত ও জাকির। প্রথম ইনিংসে প্রথম বলেই আউট হওয়ায় শান্ত এদিন টিকে আছেন ৪২ বলে ২৫ রান করে। তাকে সঙ্গ দেয়া জাকির অপরাজিত ৩০ বলে ১৭ রানে।

ম্যাচ জিততে সাকিব আল হাসানের দলের প্রয়োজন এখনও ৪৭১ রান, হাতে সময় দুদিন। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের জন্য বাড়তি কিছু নেই, তাই ব্যাটাররা কিছুটা হলেও সুবিধা পাবেন। তবে আগামীকাল সকালের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে দুই দলের জন্যই। আজকে ১২ ওভার খেলার পরও বল অনেকটা নতুনই রয়ে গেছে, তাই সকালে ভারতীয় পেসারদের সামলাতে বেগ পেতে হবে বাংলাদেশের ব্যাটারদের।
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
৭ ঘন্টা আগে
কুলদীপ বলেন, 'আমি ব্যক্তিগতভাবে এটি (বাংলাদেশের জয়) চাই না (হাসি)। তবে এটাই ক্রিকেট, খেলার ধরনই এমন (অনিশ্চয়তার)। (বাংলাদেশের) কেউ যদি ৩০০ করে ফেলে, তাহলে অবশ্যই হয়তো…(বাংলাদেশের জয় সম্ভব)। তবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তাদের অলআউট করা যায়। আগামীকাল এটিই আমাদের মূল লক্ষ্য।'
প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ ১৫০ রানে আটকে যায়। তবে প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করে ভারত। শেষ দিকে অবশ্য দ্রুত রান উঠিয়ে পাঁচশোর বেশি লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন লোকেশ রাহুল।
কুলদীপ জানান হাতে যথেষ্ট সময় থাকায় তাদের কোন তাড়া ছিল না। তিনি বলেন, 'আমাদের হাতে আরও দুই দিন আছে। টেস্টে অনেক সময় আছে। এখনও ১৮০ ওভার বাকি। এই ধরনের ক্রিকেটে অনেক সময়। আমাদের কোনো তাড়া ছিল না তাদেরকে ব্যাটিং দেয়ার।'