আসরের ‘সবচেয়ে কঠিন ম্যাচে’ সেরাটা দিতে চান হোল্ডাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাসেল-হোল্ডার, ক্লান্ত পুরান বিশ্রামে

৩ জুন ২৫
আন্দ্রে রাসেল (বামে), নিকোলাস পুরান (মাঝে) ও জেসন হোল্ডার (ডানে)

টি-টোয়েন্টিতে বরাবরই আতঙ্কের নাম ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ঘরে উঠেছে ২০ ওভারের ক্রিকেটের দুটি বিশ্বকাপও। তবে এবারের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা হচ্ছে না নিকোলাস পুরানদের। প্রাথমিক পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 


অভিজ্ঞতা ও স্কিলে পিছিয়ে থাকা স্কটল্যান্ডের কাছে রীতিমতো ধরাশয়ী হয়েছে পুরানের দল। ব্যাটারদের ব্যর্থতায় ক্যারিবীয়রা ম্যাচ হেরেছে ৪২ রানে। আর একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে তাদেরকে। স্কটল্যান্ডের বিপক্ষে হতাশাজনক পারফর্ম করলেও জিম্বাবুয়ে ম্যাচে নিজেদের সেরাটা দিতে চান জেসন হোল্ডাররা। 


promotional_ad

স্কটল্যান্ডের কাছে হারের পর হোল্ডার বলেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপে) গতকাল আমাদের শুরুটা কঠিন হয়েছে। গতকালের পারফরম্যান্সে আমরা সবাই হতাশ। তবে আমি মনে করি, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এখন আরও শক্তভাবে একত্রিত হওয়া এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করা। গতকাল ম্যাচের পর আমরা বেশ ভালো আলোচনা করেছি।


আরো পড়ুন

ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০

২৭ জুলাই ২৫
১৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

‘আমি নিশ্চিত ছেলেরা রুমে গিয়ে তাদের গতকালের পারফরম্যান্স পর্যালোচনা করেছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে যা করা দরকার তা আমাদের আছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলা এবং তাদের হারানোর জন্য আমাদের মাঠে নেমে শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে হবে।‘


সবশেষ কয়েক মাস ধরেই দারুণ ছন্দে রয়েছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াতে ওয়ানডে জিতেছে তারা। এদিকে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করেছে সিকান্দার রাজারা। 


পরের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে এবারের আসরে সবচেয়ে কঠিন ম্যাচ বলছেন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘আমি তাদের কাছ থেকে গতকাল তারা যা করেছে সেটাই আশা করছি। তারা খুব ভালো একটা ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে আমরা তাদের বিপক্ষে বেশ কয়েকবার খেলেছি।’


‘তারা ক্রমেই আরো প্রতিযোগিতামূলক হয়েছে। তারা একটি সুন্দর জয়ের ধারায় রয়েছে বলেও মনে হচ্ছে। আমরা একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি। সম্ভবত আমরা এই প্রতিযোগিতায় আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে যাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball