ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০

আন্তর্জাতিক
ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০
১৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিরিজের আগের ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি করেছিলেন টিম ডেভিড। তার ৩৭ বলের সেঞ্চুরিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রান অনায়াসে তাড়া করে অস্ট্রেলিয়া। সেই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় চতুর্থ টি-টোয়েন্টিতে তাকে বিশ্রামে রাখে দল। তবে তার অনুপস্থিতিতেও লক্ষ্য বড় হলেও খুব একটা সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া।

সেন্ট কিটসে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২০৬ রানের লক্ষ্যে ১৯.২ ওভারে সাত উইকেট হারিয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। সিরিজ এখন ৪-০। এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে এ নিয়ে সপ্তমবার ২০০ বা এর বেশি রান করেও ম্যাচ হেরে বসে ওয়েস্ট ইন্ডিজ। এই রেকর্ডে তারা এককভাবে শীর্ষে।

ম্যাচটিতে কেউ শতক না করলেও মিডল অর্ডারে ইংলিশ, ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনের ছোট কিন্তু কার্যকর ইনিংসই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে। প্রত্যেকেই দ্রুত রান তুলে প্রয়োজনীয় চাপ সামলে নেন।

ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। অধিনায়ক মিচেল মার্শ আউট হন শূন্য রানে। তবে পাওয়ার প্লেতে হাল ধরেন জস ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ইংলিস ৩০ বলে ৫১ রান করে যখন ফিরে যান স্কোরবোর্ডে তখন ৬৬ রান, ওভার ছিল ৬.১।

এরপর ৭ থেকে ১০ ওভারের মধ্যে ছক্কার বৃষ্টিতে ইনিংস গড়েন ম্যাক্সওয়েল। মাত্র ১৮ বলে ৪৭ রান করেন তিনি, যার মধ্যে ছিল ছয়টি ছক্কা ও একটি চারের মার। ১০.১ ওভারে যখন ম্যাক্সওয়েল আউট হন, দলের রান তখন ১২৯। শেষ পর্যন্ত ম্যাচের বাকিটা সামলে নেন ক্যামেরন গ্রিন।

গ্রিন খেলেন ইনিংসের মেজাজ বুঝে। ৩০ বলে পূর্ণ করেন হাফসেঞ্চুরি এবং অপরাজিত ৫৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাক্সওয়েলের মতো তিনি মারকুটে না হলেও তিনটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার ইনিংস ছিল যথেষ্ট কৌশলী ও কার্যকর।

অস্ট্রেলিয়ার জয় সহজ করে দেয় ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিংও। ক্যারিবীয় দল এই ম্যাচে কমপক্ষে তিনটি ক্যাচ মিস করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মিসফিল্ডও হয়। ফলে ২০৬ রানের পুঁজিতেও জিততে পারেনি দলটি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এই রান আসে সম্মিলিত প্রচেষ্টায়। কেউই ৩১ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ৩১ রান আসে শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে। পাওয়েল ও শেফার্ড করেন ২৮ রান করে। রস্টন চেজ আউট হন শূন্য রানে।

একটি বিশেষ রেকর্ডও গড়ে ওয়েস্ট ইন্ডিজ। কোনো ফিফটি ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ ২০৫ রানের ইনিংস এটি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে—২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রান।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ