সিরিজ বাঁচাতে ওভাল টেস্টেও বুমরাহকে খেলাতে পারে ভারত

ছবি: ফাইল ছবি

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই খেলানো হয় বুমরাহ। হেডিংলিতে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এজবাস্টন টেস্টে অবশ্য খেলানো হয়নি ডানহাতি পেসারকে। এক ম্যাচের বিরতি দিয়ে ফেরানো হয় লর্ডসে। নিজের ফেরার ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭ উইকেট। যেখানে প্রথম ইনিংসে ভারতীয় পেসারের শিকার ৭৪ রানে ৫ উইকেট। প্রথম তিন টেস্টের বেশিরভাগ সময় ভালো ক্রিকেট খেললেও সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত।
‘টেস্ট থেকে দ্রুতই অবসর নিতে পারেন বুমরাহ’
২৬ জুলাই ২৫
সিরিজে ফিরতে ম্যানচেস্টারে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এমন স্বাভাবিকভাবেই বুমরাহকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। ড্র করা ম্যাচে ৩৩ ওভারে ১১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন তিনি। ভারত থেকেই বলে আসা বুমরাহ তিন টেস্ট খেলে ফেলেছেন ম্যানচেস্টার দিয়ে। ডানহাতি পেসার খেলার পরও একটার বেশি ম্যাচ জিততে পারেনি ভারত। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় সিরিজ ড্র করতে ওভালে জয়ের বিকল্প নেই সফরকারীদের।

এমন অবস্থায় বুমরাহকে আরেকটি টেস্ট খেলানো হবে কিনা সেই প্রসঙ্গে শুভমান গিল বলেন, ‘সে যদি নিজেকে পুরোপুরি ফিট মনে করে এবং খেলতে প্রস্তুত থাকে, আমার মনে হয়, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার। আর সে যদি না খেলে, আমি মনে করি, তবুও আমাদের ভালো একটি বোলিং আক্রমণ আছে।’
ইংল্যান্ডের শেষ টেস্টের দলে ওভারটন
১২ ঘন্টা আগে
<img src ='/public/storage/inside_article/images/abqetze0g.webp'>
ইংল্যান্ড সফরে প্রথম চার টেস্টের সবকটিতে খেলেছেন মোহাম্মদ সিরাজ। যার ফলে ক্লান্ত হয়ে যাওয়া ডানহাতি পেসারকে ওভালে বিশ্রাম দিতে পারে ভারত। ম্যানচেস্টার টেস্টের আগে চোটে পড়েন আর্শদীপ সিং (বোলিং হাতে চোট) ও আকাশ দীপ (কুঁচকির)। যার ফলে শেষ ম্যাচে খেলা হয়েছে আনশুল কাম্বোজকে। গম্ভীর নিশ্চিত করেছেন দলের সব পেসারই ফিট আছেন। ভারতের প্রধান কোচ জানিয়েছেন, বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ডানহাতি পেসারের খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।
গম্ভীর বলেন, ‘সব ফাস্ট বোলারই ফিট আছে। চোট নিয়ে কোনো দুর্ভাবনা নেই। শেষ টেস্টে কম্বিনেশন নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। জাসপ্রিত বুমরাহ খেলবে কি খেলবে না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শেষ পর্যন্ত যারা-ই খেলবে, চেষ্টা করবে দেশের জন্য ম্যাচটি জিততে।’